• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লি বিস্ফোরণ: সর্বদলীয় বৈঠক ও আগাম সংসদ অধিবেশন চায় কংগ্রেস

খেরা স্মরণ করিয়ে দেন, মুম্বই হামলার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল পদত্যাগ করেছিলেন। তাঁর কথায়, ‘দায় স্বীকার করার রাজনৈতিক সংস্কৃতি হারিয়ে গেছে।'

প্রতিনিধিত্বমূলক চিত্র

দিল্লি বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানাল কংগ্রেস। পাশাপাশি, এই ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশন আগাম ডাকারও দাবি তুলেছে তারা। বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দাবি জানানো হয়। দলের যুক্তি, রাজধানীর এই ভয়াবহ বিস্ফোরণ কেবলমাত্র নিরাপত্তা ব্যবস্থার সঙ্কট নয়, বরং জাতীয় স্বার্থের ক্ষেত্রে একটি বড় প্রশ্ন। তাই সরকারের উচিত দ্রুত সর্বদলীয় বৈঠক ডেকে সব দলের মতামত শোনা।

কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ‘জঙ্গি হামলার সময় আমরা সবসময় সরকারের পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকব। তবে আমাদের দায়িত্ব সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা। কে এই ঘটনার দায় নেবে, তা স্পষ্ট হওয়া জরুরি।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা চাই সংসদ অধিবেশন আগাম ডাকা হোক। এটি শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটি দেশের মর্যাদার বিষয়।’

Advertisement

খেরা স্মরণ করিয়ে দেন, মুম্বই হামলার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল পদত্যাগ করেছিলেন। তাঁর কথায়, ‘দায় স্বীকার করার রাজনৈতিক সংস্কৃতি হারিয়ে গেছে। এখনকার সরকারের মধ্যে কেউ কি সেই সাহস দেখাবে?’

Advertisement

এছাড়াও কংগ্রেস প্রশ্ন তুলেছে, পহেলগাঁও আক্রমণ ও অপারেশন সিন্দুরের পরে সরকার যে ঘোষণা করেছিল, ভবিষ্যতে কোনও সন্ত্রাসবাদী হামলাকে দেশের বিরুদ্ধে যুদ্ধ বলে গণ্য করা হবে— সরকার কি এখনও সেই অবস্থানেই রয়েছে?

উল্লেখ্য, কেন্দ্র সরকার ইতিমধ্যেই লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে চিহ্নিত করেছে। ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। ভুটান সফর শেষে দেশে ফিরে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী তদন্তকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন ‘সর্বোচ্চ পেশাদারিত্বের’ সঙ্গে তদন্ত সম্পন্ন করতে।

Advertisement