দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক বিজয়া সম্মিলনী সোমবার অনুষ্ঠিত হলো কলকাতার চেতলা অহিন্দ্র মঞ্চে। উৎসবের আবহে সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে এই অনুষ্ঠানে আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে ছাত্রবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি, থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য রক্তের কার্ড ও আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নিলিমা মিস্ত্রি বিশাল, সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালী, উপাধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা, নারী ও শিশু বিভাগের কর্মাধ্যক্ষ শচী নষ্কর, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল-সহ বিশিষ্ট অতিথিরা।
Advertisement
এ বছর ছাত্রবৃত্তি পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মেধাবী ছাত্র অর্ণব মণ্ডল। তাঁর হাতে শিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি প্রদীপ দত্ত ও যুগ্ম সম্পাদক তপন কুমার দত্ত জানান, ‘আমাদের লক্ষ্য— দক্ষিণ ২৪ পরগনার আর্থিকভাবে পিছিয়ে থাকা প্রতিভাবান ছাত্রছাত্রীরা যেন অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।’
Advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক শম্ভু রায়, সাংস্কৃতিক সম্পাদক অসিত পালিত, কোষাধ্যক্ষ সতীনাথ হালদার-সহ অন্যান্য সদস্যরা। সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য তাঁর মনোমুগ্ধকর কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের প্রতি এই দায়বদ্ধতা আগামী দিনেও অব্যাহত থাকবে। আগামী বছর আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে ছাত্রবৃত্তি দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
Advertisement



