তাপমাত্রা নামল কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে। রবিবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করেছিল। সোমবার সকালে রোদ উঠলেও ফুরফুরে হাওয়ায় ছিল শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় সোমবার তাপমাত্রা ২০-র নীচে নেমেছে। যা স্বাভাবিকের তুলনায় কম।
আপাতত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলে জানা গিয়েছে। রাজ্যের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। চলতি মাসের শুরুতেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে। এর প্রভাবে রাজ্যে শীতের আবহ তৈরি হয়েছে।
Advertisement
এই কারণে রাজ্যের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা রয়েছে। বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলি যেমন- আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে সকালে কুয়াশার পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া এখন শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে। আগামী পাঁচদিন জেলাগুলিতে তাপমাত্রার কোনও বিরাট হেরফের হবে না।
Advertisement
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় সোমবার সকালে তাপমাত্রা নেমেছিল ১৯.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। রাজ্যের উত্তর ও দক্ষিণের রাজ্যগুলিতে তাপমাত্রা নেমেছে। বীরভূম, বাঁকুড়া ও একাধিক জেলাগুলিতে ১৪-১৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা।
উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ নেমে দাঁড়িয়েছে ১১ ডিগ্রিতে। আপাতত এমনই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহরে রাতের দিকে ও সকালের দিকে এই শীত অনুভূত হবে এবং সকালে দেখা মিলবে কুয়াশার। আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে।
Advertisement



