রাজধানী দিল্লি লাগোয়া ফরিদাবাদ থেকে ৩৬০ কেজি বিস্ফোরক উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। দিন কয়েক আগে কাশ্মীর থেকে এক চিকিৎসক গ্রেপ্তার হন। তাঁকে জেরা করেই এই বিপুল পরিমাণ বিস্ফোরকের হদিশ পায় পুলিশ। এছাড়া একটি একে-৪৭ রাইফেল সহ প্রচুর গোলাবারুদ উদ্ধার হয়েছে। প্রশ্ন উঠছে, রাজধানীতে বড়সড় কোনও হামলার ছক কষা হচ্ছিল?
ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা এনসিআর এর অন্তর্গত ফরিদাবাদ হরিয়ানার অংশ। রাজধানী দিল্লির কাছে হওয়ায় এমনিতেই ওই এলাকার নিরাপত্তায় কড়াকড়ি থাকে। কিছু দিন আগে কাশ্মীরে আদিল আহমেদ র্যাদার নামের এক চিকিৎসককে অস্ত্রপাচার সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। সূত্রের দাবি, তাঁকে জেরা করেই এই বিপুল অস্ত্রের হদিশ মিলেছে।
Advertisement
রাজধানীর কাছে এই বিস্ফোরক সরবরাহ করার অভিযোগ রয়েছে আদিলের বিরুদ্ধে। আল ফালাহ হাসপাতালের কাছে একজন ডাক্তারের ভাড়াবাড়ি থেকে রাসায়নিকগুলি উদ্ধার করা হয়েছে। একই হাসপাতালে কর্মরত অন্য একজন মহিলা ডাক্তারের গাড়িতে রাইফেলটি মিলেছে। ওই মহিলা ডাক্তারের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ফরিদাবাদ এলাকায় আরও এক ডাক্তারের খোঁজে তল্লাশি চলছে।
Advertisement
Advertisement



