• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

২০২৬-এ ভারত থেকে হজে যাচ্ছেন ১ লক্ষ ৭৫ হাজার মানুষ

রবিবার সৌদির হজ এবং উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সঙ্গে তিনি একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন কিরেন রিজিজু।

ভারত এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হল হজ-বিষয়ক চুক্তি। এই চুক্তি সই করা হয়েছে জেড্ডায়। ২০২৬ সালে ভারতের কতজন মানুষ হজ করতে সৌদি আরব যেতে পারবেন, সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জেড্ডায় হজ চুক্তিতে স্বাক্ষর করেছেন। ২০২৬ সালে ভারত থেকে ১ লক্ষ ৭৫ হাজার ২৫ জন হজ করতে যেতে পারবেন। রিজিজু ৭ থেকে ৯ নভেম্বর সৌদি আরব সফর করেছেন। সেখানে রবিবার সৌদির হজ এবং উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সঙ্গে তিনি একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দু’জন মন্ত্রী হজের প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী জেড্ডা এবং লাগোয়া অঞ্চলে হজ এবং উমরাহ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। হজের প্রস্তুতির জন্য রিয়াধের ভারতীয় দূতাবাস এবং জেড্ডায় ভারতীয় কনস্যুলেট জেনারেলের আধিকারিদের সঙ্গেও কথা বলেছেন তিনি। রিজিজু ভারতীয় তীর্থযাত্রীদের সুবিধার জন্য সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে কনস্যুলেটের বৈঠক এবং তাঁদের প্রচেষ্টার প্রশংসাও করেন।

Advertisement

Advertisement