• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জুটোপিয়া ২–তে ‘জুডি হপস’-এর চরিত্রে হিন্দি কণ্ঠে শ্রদ্ধা কাপুর

বিশেষ করে হিন্দি সংস্করণে পরিচিত কণ্ঠ শিল্পীরা যুক্ত হওয়ায় ভারতের বাজারে ছবির জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ছবি: এনএনআই

মুম্বই, ৮ নভেম্বর— আসছে অ্যানিমেশন ধর্মী ছবি ‘জুটোপিয়া ২’-এর হিন্দি সংস্করণ, যার জনপ্রিয় চরিত্র ‘জুডি হপস’-এর কণ্ঠ দেবেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ছবিটি ভারতে মুক্তি পাবে আগামী ২৮ নভেম্বর। অ্যানিমেশনের নতুন রূপে এই সাহসী খরগোশরূপী পুলিশ অফিসারকে দর্শকের সামনে তুলে ধরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেও।

সম্প্রতি সামাজিক মাধ্যমে শ্রদ্ধা কাপুর জানিয়েছেন, ‘জুটোপিয়া ২ পরিবারের অংশ হতে পেরে দারুণ লাগছে। জুডি হপস চরিত্রটি প্রাণবন্ত, সাহসী আর দৃঢ়চেতা। সেই চরিত্রের কণ্ঠ দিতে পারাটা আমার জন্য অত্যন্ত বিশেষ।’ তাঁর মতে, হিন্দি ভাষায় চরিত্রটির আবেগ ফুটিয়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দর্শক শুধু গল্প নয়, চরিত্রের অনুভূতিও অনুভব করেন।

Advertisement

প্রযোজনা সংস্থার দাবি, শ্রদ্ধার স্বর, এনার্জি ও সংলাপ বলার ধরণ ‘জুডি হপস’-এর চরিত্রের সঙ্গে বিশেষভাবে মানানসই। তাই হিন্দি সংস্করণে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত দ্রুত চূড়ান্ত করা হয়। দপ্তরের এক কর্তা বলেন, ‘চরিত্রটিকে হিন্দি দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলাটা শ্রদ্ধার অত্যন্ত পছন্দের।’

Advertisement

প্রসঙ্গত, ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘জুটোপিয়া’-র প্রথম ভাগ বিশ্বব্যাপী বিপুল সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় ভাগে গল্প আরও বিস্তৃত, নতুন চরিত্র যুক্ত হলেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছে জুডি হপস–নিক ওয়াইল্ড জুটি। বিশেষ করে হিন্দি সংস্করণে পরিচিত কণ্ঠ শিল্পীরা যুক্ত হওয়ায় ভারতের বাজারে ছবির জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ছবি মুক্তির আগে থেকেই শিশু থেকে বড়— সব বয়সের দর্শকের মধ্যে উত্তেজনা বাড়ছে। বহু দর্শকের দাবি, হিন্দি কণ্ঠে পরিচিত বলিউড তারকার যুক্ত হওয়াটা ছবিটিকে নতুন মাত্রা দেবে।

Advertisement