• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গুজরাতে ছুরি ঠেকিয়ে পা চাটানোর অভিযোগ এক ধাবাকর্মীকে

ভাইরাল ভিডিও

ঘটনার মুহূর্তের একটি খণ্ডচিত্র।

গুজরাতের সুরাতে একটি ধাবায় কর্মরত এক যুবকের ওপর নৃশংস অত্যাচারের অভিযোগ সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশ্যে আসা এক ভাইরাল ভিডিও’তে দেখা যাচ্ছে, বছর ছাব্বিশের ওই ধাবাকর্মী কাঁদতে কাঁদতে বলছেন, ‘ভাই আমাকে মাফ করে দাও। সুরাতে আর কোনও দিন আসব না।’ অভিযোগ, তিনি ক্ষমা চাইলেও, অত্যাচার থেকে তাঁর রেহাই মেলেনি। বরং তাঁকে পরপর চড় মারা হয় এবং পা চাটাতে বাধ্য করা হয়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘দৈনিক স্টেটসম্যান’।

জানা গিয়েছে, ধাবাকর্মীর বাড়ি মধ্যপ্রদেশের সিধি জেলায়। তিনি সুরাতের একটি ধাবায় কাজ করতেন। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত যুবক ভোলা–র সঙ্গে তাঁর ব্যক্তিগত গণ্ডগোল চলছিল। সেই রেষারেষির জেরেই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

ঘটনার পরে ওই কর্মী ধাবা ছেড়ে বেরিয়ে যান। ধাবার মালিককে জানান, বন্ধুদের কাছে পুণেতে যাচ্ছেন। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ, যা নিয়ে চিন্তায় পড়েন মালিক ও সহকর্মীরা।

Advertisement

ভিডিওটি হাতে পাওয়ার পর গলায় ছুরি ঠেকিয়ে পা চাটানোর অভিযোগসহ একাধিক ধারায় মামলা রুজু করে ভোলার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সুরাত পুলিশ। অন্যদিকে, আক্রান্ত যুবকের পরিবারের কাছেও পৌঁছেছে ওই ভিডিও। তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে মধ্যপ্রদেশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার।

মধ্যপ্রদেশ পুলিশের তদন্তে জানা গিয়েছে, যুবককে পুণে থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তকারী এক আধিকারিক বলেন, ‘তাঁর বয়ান নেওয়া হবে। তারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা এবং সামাজিক মাধ্যমে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ভোলার খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement