বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের সদস্য বাংলার রিচা ঘোষকে পুলিশে চাকরি দেওয়া হচ্ছে। পুলিশে চাকরি পাচ্ছেন শিলিগুড়ির রিচা ঘোষ। এই খবরে খুশি তাঁর পরিবার। ইতিমধ্যেই এ ব্যাপারটি অনেকটাই এগিয়েছে। রিচা ফিরলে সই করবেন বলে জানালেন তাঁর বাবা মানবেন্দ্র ঘোষ। ছোটবেলা থেকেই পুলিশ অথবা সেনায় যোগদানের ইচ্ছা ছিল রিচার। শুক্রবার শিলিগুড়িতে ফিরছেন রিচা ঘোষ। বিরাট শোভাযাত্রা সহকারে রিচাকে বাড়ি নিয়ে আসা হচ্ছে। সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরসভা ও তাঁর ছোটবেলার ক্লাবও।
রিচার বাবা মানবেন্দ্রও ক্রিকেটার হতে চেয়েছিলেন। ক্লাব ক্রিকেটও খেলেছেন। যদিও বিভিন্ন কারণে বেশিদূর এগতে পারেননি। সংসার চালাতে এক সময় রেস্তোরাঁও খুলেছিলেন শিলিগুড়ি কলেজের সামনে। সেটাও বন্ধ করে দিয়েছিলেন মেয়ের পাশে থাকার জন্য। উল্লেখ করা যেতে পারে সিএবি-র স্বীকৃত আম্পায়ারও মানবেন্দ্র ঘোষ। তিনিই রিচার প্রথম কোচ।
Advertisement
বাবা মানবেন্দ্র আরও বলেছেন, ‘ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে, এবার ওয়ান ডে বিশ্বকাপ জিতল। মাঝে ডব্লিউপিএল জিতেছে। আর কী চাহিদা থাকতে পারে! আমার আর কিছু চাওয়ার নেই। শুধু আশা করব, এতদিন যা করেছে, সেটাই করে যাবে। মাঠে ও মাঠের বাইরে ওরাই আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি, অল্পের জন্য কয়েকটা ম্যাচে হেরেছি, ভাগ্যও কিছু ক্ষেত্রে স্বপ্ন দেয়নি, তবে স্বপ্নটা ওরাই দেখিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সেটাই ওরা বাস্তব রূপ দিয়েছে।’ এদিকে আগামী শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সিএবি।
Advertisement
Advertisement



