• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মৃত ভোটারদের তালিকা তৈরিতে রাজ্যের প্রকল্পই ভরসা কমিশনের

রাজ্যজুড়ে বহু মানুষ এই প্রকল্পের সুবিধে পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই সরকারি স্তরেও মৃতদের নাম নথিবদ্ধ করা রয়েছে।

প্রতীকী চিত্র

বাংলায় শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মৃত ভোটারদের তালিকা তৈরি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সহায়তার উপরই নির্ভর করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। সূত্রের খবর, মৃত ভোটারদের সঠিক সংখ্যা জানার জন্য কমিশনের এখন ভরসা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সমব্যথী প্রকল্প। কমিশনের তরফে সমস্ত জেলার জেলাশাসকদের নির্দেশ পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ দিনের মধ্যে মৃত ভোটারদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত বৈঠকের আলোচনায় বলা হয়, তালিকায় যাতে কোনওভাবেই কোনও মৃতের নাম বাদ না পড়ে যায়। আলোচনাসভায় কোচবিহারের জেলাশাসক সমব্যথী প্রকল্পের কথা জানান। ওই জেলাশাসক রাজ্যের এই জনমুখী প্রকল্পের সাহায্যে তালিকা তৈরির পরামর্শ দিলে তাতে সহমত পোষণ করে কমিশন।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমব্যথী প্রকল্প চালু হয় ২০১৬ সালে। রাজ্যোর কোনও বাসিন্দার মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্য এই প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পের আওতায় সরকার ওই মৃতের পরিবারকে ২ হাজার টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে। তবে শর্ত হল, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মৃত্যু হলে তবেই এই প্রকল্পের সাহায্য পাওয়ার অধিকারী হবেন ওই মৃতের পরিবার। দ্বিতীয় শর্ত হল, শ্রাদ্ধের কাজ রাজ্যের মধ্যেই সম্পন্ন করতে হবে।

Advertisement

রাজ্যজুড়ে বহু মানুষ এই প্রকল্পের সুবিধে পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই সরকারি স্তরেও মৃতদের নাম নথিবদ্ধ করা রয়েছে। সেই সব তথ্যই এবার ভোটার তালিকা সংশোধনের কাজে লাগছে। সূত্রের খবর, কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘সমব্যথী প্রকল্পের তথ্য খুবই নির্ভরযোগ্য। তাই প্রাথমিকভাবে ওই প্রকল্পে নথিভুক্ত তথ্যের সাহায্যে মৃত ভোটারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।’

তবে সমব্যথী প্রকল্প ছাড়াও মৃত ভোটার শনাক্ত করতে কমিশনের হাতে আরও উৎস রয়েছে। এই উৎসগুলির মধ্যে রয়েছে স্থানীয় প্রশাসনের রিপোর্ট, স্বাস্থ্য দপ্তরের নথি, বিএলও-দের ভোটকেন্দ্র-ভিত্তিক তথ্যাবলীও।

Advertisement