কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল দিঘার জগন্নাথ মন্দিরের বিরুদ্ধে করা মামলা। দিঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। মামলা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল। এদিন মামলাকারী উপযুক্ত নথি পেশ করতে না পারায় জনস্বার্থ মামলাটি খারিজ করে দেওয়া হয়।
বারবার মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল মামলাকারীর তরফে। কিন্তু এতদিন পরেও মামলার কোনও অগ্রগতি না হওয়ায় তা খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত।
দিঘার জগন্নাথ মন্দিরের নামের সঙ্গে ‘ধাম’ শব্দটি যুক্ত করা নিয়ে আপত্তি জানানো হয়েছিল বিভিন্ন মহলে। পুরীর মন্দির কর্তৃপক্ষের তরফেও আপত্তি জানানো হয়েছিল। পাশাপাশি ধাম বলা নিয়ে দিঘার মন্দিরের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ।
সেখানে তাদের দাবি ছিল, পৃথিবীতে চারটি ধাম রয়েছে- পুরীর মন্দির, বদ্রীনাথ, দ্বারকা ও রামেশ্বরম। নতুন করে দিঘার মন্দিরকে ধাম বলে আখ্যা দেওয়ায় আপত্তি ছিল তাদের। অভিযোগ, এভাবে কোনও মন্দিরকে চাইলেই ধাম বলে আখ্যা দেওয়া যায় না। দিঘার মন্দির থেকে এই ধাম শব্দটা বাদ দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ।
মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। বিচারপতির বক্তব্য, এর আগে একাধিকবার মামলাকারীর অনুরোধে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। অতিরিক্ত নথি দাখিল করার সুযোগ দেওয়া হলেও মামলাকারীরা অতিরিক্ত নথি দাখিল করতে পারেননি। বিচারপতি বলেন, ”বারবার সুযোগ দেওয়া যাবে না। বারবার শেষ সুযোগ দিলে ‘শেষ’ শব্দটা তার মানে হারাবে।” এর পাশাপাশি বিচারপতি জানান, মামলাকারী চাইলে সম্পূর্ণ নথি নিয়ে আবার আদালতে মামলা দায়ের করতে পারবে।
Advertisement