বাজার খুলতেই ৩ হাজার টাকা কমল রুপো, আরও সস্তা হল সোনাও
মঙ্গলবার বাজার খুলতেই সোনা ও রুপোর দামে পতন। আবারো ঔজ্জ্বল্য হারিয়ে ৩ হাজার টাকা কোমল রুপোর দাম। অন্যদিকে টানা দ্বিতীয় দিন বৃদ্ধি পাওয়ার পর এদিন কোমলো সোনার দরও।
মঙ্গলবার বাজার খুলতেই সোনা ও রুপোর দামে পতন। আবারো ঔজ্জ্বল্য হারিয়ে ৩ হাজার টাকা কোমল রুপোর দাম। অন্যদিকে টানা দ্বিতীয় দিন বৃদ্ধি পাওয়ার পর এদিন কোমলো সোনার দরও। বাজার বিশেষজ্ঞরা বোলছেন, ডলারের শক্তি এবং ফেডের আক্রমণাত্মক অবস্থানই সোনা ও রুপোর দামে পরিবর্তন এনেছে। রাজধানী দিল্লিতে, গত দুই দিনে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে ১৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১৬০ টাকা বেড়েছিল। পাশাপাশি দিল্লিতে এক কেজি রুপোও দামি হয়েছিল। এদিন সোনা ও রুপো দুটোর দামই কমেছে। কলকাতায় প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১২ হাজার ২৪৬ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১ হাজার ২২৫ টাকা এবং প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯ হাজার ১৮৪ টাকা। কলকাতায় এদিন প্রতি গ্রাম রুপোর দাম ১৫১ টাকা এবং প্রতি কেজি ১,৫১,০০০ টাকা দাঁড়িয়েছে। কেজিতে ৩ হাজার টাকা কমেছে রুপোর দাম।
দামের এই হ্রাসের পেছনে বিশেষজ্ঞরা তিনটি কারণকে দায়ী করেছেন। প্রথমত, মার্কিন ডলারের শক্তিশালী হয়ে ওঠা, দ্বিতীয়ত, বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস এবং তৃতীয়ত, সুদের হারের বিষয়ে মার্কিন ফেডারেল রিজার্ভের দৃঢ় অবস্থান। প্রচুর মুনাফা বুকিংয়ের কারণে, বিশ্বব্যাপী সোনার দাম প্রতি আউন্স ৪,০০০ ডলার (প্রায় ২৮.৩৪ গ্রাম) স্তরে নেমে এসেছে। দেশীয় বাজারেও সোনার দাম ১ লক্ষ ১৯ হাজার টাকার নিচে নেমে গেছে, তারপরে কিছুটা পুনরুদ্ধার হয়েছে।’ বাজার বিশেষজ্ঞদের মতে, এই পতন সাময়িক।