• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসা থেকে সংগ্রহ, এসআইআর-এ বিএলও-রাই মুশকিল আসান

শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর–এর এনুমারেশন প্রক্রিয়ার কাজ। আজ থেকেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা।

শুরু হয়ে গেল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর–এর এনুমারেশন প্রক্রিয়ার কাজ। আজ থেকেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ শুরু করলেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। রাজ্যে এসআইআর আবহে একাধিক অপ্রীতিকর খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ সহ দেশের আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও শুরু হচ্ছে SIR-এর কাজ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভোটারদের তথ্য সংগ্রহ করা সমস্ত কাজই শুরু করেছেন বিএলওরা। 

কর্মসূত্রে যারা বাইরে থাকেন তাঁদের জন্য থাকবে অনলাইন ব্যবস্থা, কিন্তু মঙ্গলবার থেকেই অনলাইন ফর্ম মিলবে না। এসআইআর নিয়ে রাজ্যের হাওয়া যখন বেশ গরম, তারমধ্যেই শুরু হয়ে গেল ফর্ম বিলির কাজ। রাজ্যের শাসক দল বারংবার দাবি করেছে, এই এসআইআর এর জেরে যেন একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়। এদিকে মঙ্গলবার SIR আতঙ্ক -এর বিরুদ্ধে পথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

আজ ৪ নভেম্বর থেকে এই কাজ শুরু হয়ে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। একজন ভোটারের বাড়িতে বিএলও–রা সর্বাধিক তিনবার যাবেন। এনুমারেশন প্রক্রিয়ায় কোনও ভোটারকে কোনও নথি দেখাতে বা জমা দিতে হবে না। তার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৯ ডিসেম্বর। এরপর কোনও অভিযোগ থাকলে তা জানাতে হবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে। এরপর সেসব সংশোধন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। তারপর ঘোষিত হবে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। 

Advertisement

তবে প্রশিক্ষণের শেষে বিএলও-রা নিজেদের নিরাপত্তার দাবি তুলেছিলেন। বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে গিয়ে বিক্ষোভের মেখে পড়তে পারেন তাঁরা, সুরক্ষার প্রশ্নে কমিশনকে আরও তিনদফা দাবি তাঁরা জানিয়েছিলেন। তবে নির্বাচন কমিশন সেসব দাবি উড়িয়ে জানিয়েছে সম্পূর্ণ দায় রাজ্যের। তাই বুকে ভয় নিয়েই এসআইআর-এর কাজ শুরু করেছেন বিএলও-রা। ফর্ম পূরণ সম্পূর্ণ হলে ভোটারদের বাড়ি থেকে সংগ্রহের দায়িত্বও বিএলও-দের। এছাড়াও  তৃণমূলের তরফে পঞ্চায়েত, পুরএলাকাগুলিতে মোট ৬২০০ সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে আজ থেকেই। যেখানে দলীয় কর্মীরা এনুমারেশন ফর্ম ফিলআপে সাহায্য করবেন আমজনতাকে। 

Advertisement