• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে দিল্লি

ভূমিকম্পের জেরে বিধ্বস্ত আফগানিস্তান। সোমবার সকালে আফগান শহর মাজার-ই-শরিফে ৬.৩ রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের জেরে বিধ্বস্ত আফগানিস্তান। সোমবার সকালে আফগান শহর মাজার-ই-শরিফে ৬.৩ রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে মৃত্যু হয়েছে ১০ জনের। আহত আড়াইশোও বেশি। এর আগে সেপ্টেম্বরে ভূমিকম্পের জেরে দু’হাজারেও বেশি মানুষের মৃত্যু। গত তিন মাসে চার বার ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে। এই আবহে আফগান নাগরিকদের পাশে দাঁড়িয়ে ভারতের পক্ষ থেকে ত্রাণ পাঠানোর কথা ঘোষণা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

সোমবার এক্স হ্যান্ডলে ভারতের জয়শংকর জানিয়েছেন, ‘দুপুরে সমবেদনা জানিয়ে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেছি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভারতীয় ত্রাণ সামগ্রী আজই হস্তান্তর করা হচ্ছে। এরপর ওষুধ সরবরাহ করা হবে।’ জয়শংকর আরও জানিয়েছেন, আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে সোমবার। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের উন্নতি নিয়েও কথা হয়েছে।

Advertisement

এবারের ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ১৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে শামিল সেদেশের সেনারাও। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফের ওই এলাকায় কম্পনের সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে স্থানীয়দের।

Advertisement

Advertisement