• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সল্টলেকে বাড়ির সামনে আক্রান্ত জ্যোতিপ্রিয়,গ্রেপ্তার যুবক

অফিসে প্রবেশের সময়ই ওই যুবক হঠাৎ এগিয়ে এসে আক্রমণ করেন। হঠাৎ আঘাতে মাটিতে পড়ে যান মল্লিক এবং চিৎকার করে ওঠেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

 সল্টলেকের লেকে নিজের বাড়ির সামনে হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার দুপুরে সল্টলেকের বাড়ির সামনে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় যুবক আচমকা তাঁর উপর হামলা চালিয়ে মুখে ঘুষি মেরে রাস্তায় ফেলে দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেদিন সকালে হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি তৃণমূল মহলে ‘বালু’ নামে পরিচিত। তাঁর ওই বাড়িতেই একটি দফতর রয়েছে। অভিযোগ, অফিসে প্রবেশের সময়ই ওই যুবক হঠাৎ এগিয়ে এসে আক্রমণ করেন। হঠাৎ আঘাতে মাটিতে পড়ে যান মল্লিক এবং চিৎকার করে ওঠেন।
চিৎকার শুনে অফিসে থাকা তৃণমূল কর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন ও হামলাকারীকে আটক করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, তিন-চারজন মিলে কোনওরকমে তাঁকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে
খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য ও অভিযুক্তের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে।
দলের পক্ষ থেকে তৃণমূল নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করেছে।

Advertisement

Advertisement