দেশের সামরিক ইতিহাসের তিন মহৎ অধ্যায়ের অন্তরালে থাকা বীরত্ব, ত্যাগ ও দেশরক্ষার মানসিকতা এবার সরাসরি পৌঁছবে স্কুলপড়ুয়াদের ঘরে। নবপ্রকাশিত অষ্টম শ্রেণির উর্দু, সপ্তম শ্রেণির উর্দু এবং অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ে যুক্ত হল ফিল্ড মার্শাল স্যাম মানেকশ, ব্রিগেডিয়ার মুহাম্মদ উসমান এবং মেজর সোমনাথ শর্মার জীবনকথা ও তাঁদের আত্মবলিদানের অধ্যায়।
রক্ষাদপ্তর সূত্রে পাওয়া বিবৃতিতে জানানো হয়েছে, এই নতুন পাঠ্যাংশগুলির উদ্দেশ্য শিক্ষার্থীদের সামনে এমন সব অনুপ্রেরণাদায়ী কাহিনী তুলে ধরা, যা থেকে জন্ম নেবে দায়িত্ববোধ, সাহস, মানবিকতা ও দেশরক্ষার মর্মবোধ। প্রসঙ্গত, দেশের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ তাঁর অসাধারণ নেতৃত্ব, দূরদর্শিতা ও কৌশলী সামরিক বুদ্ধিমত্তার জন্য ইতিহাসে অমর। অন্যদিকে, ব্রিগেডিয়ার মুহাম্মদ উসমান এবং মেজর সোমনাথ শর্মা— দু’জনেই মরণোত্তরভাবে মহাবীর চক্র ও পরম বীর চক্রে ভূষিত— দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন।
Advertisement
রক্ষাদপ্তর, শিক্ষাদপ্তর ও এনসিইআরটির যৌথ উদ্যোগেই জাতীয় যুদ্ধস্মারক এবং ভারতীয় সামরিক ঐতিহ্যকে পাঠ্যক্রমে সংযুক্ত করার নীতি চূড়ান্ত হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীরা শুধু যুদ্ধ–ইতিহাসই জানবে না, পাশাপাশি শিখবে ইচ্ছাশক্তি, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ এবং দেশগঠন–সংক্রান্ত মূল্যবোধের পাঠও।
Advertisement
দপ্তরের মতে, ‘স্কুলের পাঠ্যাংশে এই বীর সেনানিদের অন্তর্ভুক্তি আগামী প্রজন্মকে সাহস, চরিত্র ও দায়িত্ববোধের সত্যিকার অর্থ শেখাবে।’ বিশেষজ্ঞদের মতে, দেশের সামরিক ঐতিহ্যকে পাঠ্যপুস্তকের কেন্দ্রবিন্দুতে আনার এই সিদ্ধান্ত ভবিষ্যৎ নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে সাহায্য করবে।
Advertisement



