শিবনাথ দাস
রবিবার পুণে ঘোড়দৌড়ে মোট দশটি বাজি। একমাত্র দু’টি প্লেটের বাজি। বাকি সবকটাই ট্রফির বাজি। প্রধান বাজি দ্য জেনারেল রাজেন্দ্র সিংজি মিলিয়ন। মোট আটটি প্রতিযোগী অংশগ্রহণ করছে। লড়াই হবে রোজারিও এবং টাইরানাসের মধ্যে। জার্সি ঘোড়াটি আফসেট করতে পারে। আবার ২০২৬ সালের জুন-জুলাই মাসে পুণে রেস শুরু হবে।
Advertisement
মতামত: প্রথম বাজি— দুপুর ১.০০টা, মিলা ১, রেড মিস্ট ২, স্যামশন ৩। দ্বিতীয় বাজি— ১.৩০ মি., ক্রেডেন্স ১, টার্ন এন্ড বার্ন ২, মার্কেট কিং ৩। তৃতীয় বাজি— ২.০০টা, এনসিনো ১, ট্রিট ২, এক্সিরড ৩। চতুর্থ বাজি— ২.৩০ মি., ম্যাজেস্টিক ওয়ারিয়র ১, বিলিভ ২, ফ্ল্যাসম্যান ৩। পঞ্চম বাজি— ৩.০০টা, রোজারিও ১, টাইরানাস ২, ডার্সি ৩। ষষ্ঠ বাজি— ৩.৩০ মি., ব্লু আইড গার্ল ১, মেনোরকা ২, ব্ল্যাক ম্যাজিসিয়ান ৩। সপ্তম বাজি— ৪.০০টা, ড্রিম অ্যালায়েন্স ১, সাইকিক স্টার ২, ডিউক অফ টাসকানি ৩। অষ্টম বাজি— ৪টা ৩০ মি., আলেকজান্দ্রিয়া ১, ইউলটাইড ২, সিলভার ব্রেড ৩। নবম বাজি— ৫.০০টা, চারদিকলা ১, মেডুসা ২, রেড মার্লোট ৩। ১০ম বাজি— ৫.৩০ মি., আনাইরা ১, প্রিন্স ইগোর ২, মিরারে ৩।
দিনের সেরা— রোজারিও
Advertisement
Advertisement



