• facebook
  • twitter
Sunday, 18 January, 2026

অন্ধ্র ও ওড়িশায় তাণ্ডব চালিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম, বিশাখাপত্তনম ও বিজয়নগরম জেলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সকালে ঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি স্থলভাগে প্রবেশ করে ধীরে ধীরে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যে ‘মন্থা’ আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তবে এর প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে এখনও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলতে পারে।

Advertisement

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম, বিশাখাপত্তনম ও বিজয়নগরম জেলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বহু গ্রামে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ওডিশার গঞ্জাম ও গজপতি জেলাতেও ব্যাপক বন্যা ও গাছ উপড়ে পড়ার খবর মিলেছে।

Advertisement

অন্ধ্র ও ওড়িশা সরকার ইতিমধ্যে উদ্ধার ও ত্রাণকাজে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের দল মোতায়েন করেছে। উপকূলীয় এলাকায় জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘মন্থা’ এখন দুর্বল হলেও পরবর্তী কয়েক ঘণ্টা ভারী বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে, বিশেষত ওড়িশা ও ছত্তিশগড়ের দক্ষিণাংশে।

Advertisement