• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৬.১ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, ধসে পড়ল একাধিক বহুতল

সোমবার স্থানীয় সময় ১০.৪৮ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কে এই ভূমিকম্প অনুভূত হয়

প্রতীকী চিত্র

আরও একবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা দেখা গিয়েছে ৬.১। কম্পনের জেরে অনেক বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে সোমবার স্থানীয় সময় ১০.৪৮ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কে এই ভূমিকম্প অনুভূত হয়।

জানয়া গিয়েছে, তুরস্কের বালিকেসি প্রদেশের সিন্দিরগি শহর ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬ কিলোমিটার নিচে। এই ভূকম্পনে কেঁপে উঠেছিল বিস্তীর্ণ অঞ্চল। ইস্তানবুল এবং তাঁর পার্শ্ববর্তী  বুরসা, মানিসা এবং ইজমির প্রদেশে বেশ কয়েকবার অনুভূত হয়েছে আফটার শক। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেছেন,  কম্পনের জেরে সিন্দিরগিতে অন্তত  তিনটি ফাঁকা ভবন এবং একটি দোতলা বাড়ি ধসে পড়েছে।

Advertisement

 জানা গিয়েছে, আগের ভূমিকম্পের ফলে এই ভবনগুলি আগে থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি আরও জানিয়েছেন, আতঙ্কিত হয়ে, পড়ে  গিয়ে দুজন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। যদিও প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement