• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আদানি গ্রীনের বিদ্যুৎ বিক্রি বছরে ৩৯ শতাংশ বৃদ্ধি

আদানি রিনিউয়েবলসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ছয় মাসে সৌর ও বায়ুশক্তি প্রকল্প থেকে সংস্থার মোট উৎপাদন ও বিক্রয় পরিমাণ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

চলতি অর্থবর্ষের প্রথমার্ধে (২০২৫-২৬) শক্তিশালী আর্থিক ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যুৎ বিক্রিতে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে আদানি গ্রীন এনার্জি লিমিটেডের। সংস্থার তরফে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এ বছর বিদ্যুৎ বিক্রি বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।

আদানি রিনিউয়েবলসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ছয় মাসে সৌর ও বায়ুশক্তি প্রকল্প থেকে সংস্থার মোট উৎপাদন ও বিক্রয় পরিমাণ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সংস্থার দাবি, নতুন নবীকরণযোগ্য শক্তি প্রকল্প চালু হওয়া, বিদ্যমান পরিকাঠামোর উন্নয়ন এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধিই এই ব্যবসায়িক বৃদ্ধির মূল কারণ।

Advertisement

আদানি গ্রীনের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা মজবুত উন্নয়নের প্রতিশ্রুতিতে অটল। নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে ভারতের জ্বালানি নির্ভরতা কমানোই আমাদের লক্ষ্য।’

Advertisement

বিশেষজ্ঞদের মতে, দেশের নবীকরণযোগ্য শক্তি খাতে আদানি গ্রীনের এই সাফল্য ভারতের পরিচ্ছন্ন জ্বালানি নীতিকে আরও শক্তিশালী করবে। সংস্থাটি আগামী এক বছরের মধ্যে আরও কয়েকটি বৃহৎ সৌর ও বায়ু প্রকল্প চালু করার পরিকল্পনা নিয়েছে।

Advertisement