শ্বশুরবাড়ির পাশ থেকে জামাইয়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচকের এনায়েতপুর নওয়াদা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অমিত চৌধুরী (৩২)। মালদহের ইংরেজবাজার থানার কাগমারি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়িতে মারধর করে অমিতকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনাস্থলে একটি গাছে দড়ি ঝুলতে দেখা যায়। মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক আগে অমিত চৌধুরীর সঙ্গে মানিকচকের এনায়েতপুর অঞ্চলের নওয়াদা এলাকার বাসিন্দা শ্যামলী চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। ওই দম্পতির এক পুত্রসন্তান রয়েছে। দিনদুয়েক আগে অমিত শ্যামলীকে নিয়ে শ্বশুরবাড়িতে মনসা গান শুনতে আসেন। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে তাঁরা গান শোনেন। এরপর সোমবার সকালে শ্বশুরবাড়ির ঠিক পাশ থেকেই অমিতের নিথর দেহ উদ্ধার হয়।
Advertisement
মৃতের স্ত্রীর দাবি, কোনও অশান্তি হয়নি। দু’জন মিলে রাতে গান শুনেছেন। এরপর বাড়ি চলে আসেন। স্বামী কিছুক্ষণ পরে আসছে বলে বাইরে যান। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, অমিত আত্মহত্যা করেননি। তাঁকে শ্বশুরবাড়িতেই মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শ্যামলীর বাড়ির লোকজন অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
Advertisement
Advertisement



