দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে চোখ পাকাচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপটি সম্ভবত সোমবারের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই পরিস্থিতির কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। আগেভাগেই ২৭ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের নিরাপদ স্থানে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। নয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপান্তরিত হয়েছে এবং আর কয়েক ঘণ্টার মধ্যেই সেটি নিম্নচাপে পরিণত হবে। এরপর রবিবার নাগাদ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের আকার নেবে। এরপর সোমবার এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার কথা, এর প্রভাবে বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল অঞ্চল।
Advertisement
ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু মঙ্গলবার থেকে ফের হাওয়া বদলের সম্ভাবনা। মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। শীত আসার আগে ফের বাংলায় বৃষ্টির পূর্বাভাস।
Advertisement
উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়িতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার এবং শুক্রবার।
মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বুধবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হবে। দুই ২৪ পরগনাতে শুক্রবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
Advertisement



