• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ফের যোগীরাজ্যে এনকাউন্টারে খতম গ্যাংস্টার ফয়জল

মাথার দাম ছিল ১ লক্ষ টাকা

ফাইল চিত্র

উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের বিরুদ্ধে চলা এনকাউন্টার অভিযান আরও সক্রিয় হচ্ছে। একের পর এক অভিযানে খতম হচ্ছেন লক্ষ টাকা মূল্যের কুখ্যাত অপরাধীরা। এবার সেই তালিকায় নাম উঠল সঞ্জীব সজিবা গ্যাংয়ের শার্প শুটার ফয়জলের। বৃহস্পতিবার রাতে ঝিনঝানা এলাকার ভোগি মাজরা গ্রামে অভিযান চালিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।

পুলিশ সূত্রে জানা গেছে, ফয়জলের মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। অভিযানের সময় এক কনস্টেবলও আহত হন। ফয়জলের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অন্যান্য ১৭টি মামলা ছিল। সম্প্রতি বারনায়ি গ্রামে এক দম্পতির মোটরসাইকেল, মোবাইল ও ৩০০০ টাকা ডাকাতি করে ফয়জল ও তার সহযোগীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। পালাতে গুলি চালায় ফয়জল। পালটা জবাব দেয় পুলিশ। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে গুরুতর আহত হয় ফয়জল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সুপার নরেন্দ্রপ্রতাপ সিং বলেন, ‘ফয়জল ছিল সঞ্জীব গ্যাংয়ের শার্প শুটার। সম্প্রতি জেলায় দু’টি ডাকাতিতে তার নাম উঠে এসেছে। তার মাথার দাম ছিল এক লক্ষ টাকা।’

Advertisement

উল্লেখ্য, মাস দেড়েক আগে এসটিএফের এনকাউন্টারে খতম হয় আর এক কুখ্যাত অপরাধী শাহরুখ পাঠান। গত মাসে খুন ও ডাকাতিসহ ৩৬টি গুরুতর মামলায় অভিযুক্ত অপরাধী নইমকেও একক এনকাউন্টারে খতম করা হয়। ওই অভিযুক্তের কাছ থেকে পুলিশ দুইটি পিস্তল ও একটি বাইক বাজেয়াপ্ত করে।

Advertisement