• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলিসহ নদিয়ায় গ্রেপ্তার ভিনরাজ্যের যুবক

উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড গুলি

প্রতীকী চিত্র

আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলিসহ ভিনরাজ্যের এক যুবককে হরিণঘাটা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নদিয়া জেলার হরিণঘাটায় বিরহীর ১২ নম্বর জাতীয় সড়কের উপর এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এই দৃশ্য দেখে এলাকার স্থানীয় মানুষেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন।

Advertisement

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই যুবককে আটক করে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড গুলি। তাঁকে গ্রেপ্তার করে মোহনপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, যুবকের নাম সিদ্ধার্থ সিংহ। তাঁর বয়স ৩১ বছর এবং তিনি গুজরাতের আহমেদাবাদের বাসিন্দা। নদিয়ার শান্তিপুরে তাঁর শ্বশুড়বাড়ি। বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে কল্যাণী মহাকুমা আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় এবং তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন করা হয়। বিচারপতি ধৃতকে ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। কেন ওই যুবক আগ্নেয়াস্ত্র হাতে জাতীয় সড়কের উপর ঘোরাঘুরি করছিলেন এবং কোথা থেকে তিনি অবৈধ অস্ত্র পেলেন তা জানার জন্য পুলিশ তদন্ত করছে।

Advertisement

Advertisement