• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় আর্সেনাল, পিএসজির

যদিও, তাতে বার্সেলোনার জয় পেতে কোনও অসুবিধা হয়নি। ওলিম্পিয়াকোসের বিরুদ্ধে ৬-১ সহজ জয় পেল স্পেনের ক্লাবটি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দুরন্ত ফুটবলের সাক্ষী থাকল ক্রীড়াপ্রেমীরা। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো গোল উৎসবে মেতে উঠল বড় দলগুলি। আওয়ে ম্যাচে লেভারকুসেনকে ৭-২ গোলের ব্যবধানে হারালো পিএসজি। ম্যাচের শুরু থেকে যথেষ্ট দাপট ছিল পিএসজি’র। ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে যায় লুইস এনরিকের দল। খেলা শুরুর ৭ মিনিটের মধ্যেই প্যারিসের দলটিকে এগিয়ে দেন উইলিয়াম পাচো। এরপর ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোল করেন ডিজায়ার ডুয়ের। ৪৪ মিনিটে পিএসজির হয়ে ব্যবধান ৩-১ করে যান কিভিচা কাভারাৎস্কেলিয়া। প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৩) দলের হয়ে চতুর্থ গোলটি করেন সেই ডিজায়ার ডুয়ের। এর মাঝে খেলার ৩৮ মিনিটে পেনাল্টি থেকে লেভারকুসেনের হয়ে সমতা ফেরান আলেক্স গার্সিয়া। তবে, বিরতির ঠিক আগেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন লেভারকুসেনের রবার্ট আনদ্রিচ এবং পিএসজি’র ইলিয়া জাবারনি। ফলে, দুই দলই দশজনে হয়ে যায়। দ্বিতীয়ার্ধে পিএসজি’র হয়ে বাকি গোলগুলি করেন নুনো মেন্দেস, উসমানে দেম্বেলে এবং ভিটিনহা।

অন্য ম্যাচে, বড় জয় পেয়েছে বার্সেলোনাও। শেষ ম্যাচে পিএসজির কাছে হারতে হয়েছিল তাদের। তার উপর চোটের জন্য এই ম্যাচে মাঠে ছিলেন না দুই তারকা লেওয়ানডস্কি ও রাফিনহা। যদিও, তাতে বার্সেলোনার জয় পেতে কোনও অসুবিধা হয়নি। ওলিম্পিয়াকোসের বিরুদ্ধে ৬-১ সহজ জয় পেল স্পেনের ক্লাবটি। এদিন, অনবদ্য ফুটবল উপহার দিলেন ইংল্যান্ড তারকা মার্কাস র‍্যাশফোর্ড। দূরপাল্লার শটে দলের হয়ে জোড়া গোল করলেন তিনি।

Advertisement

তবে, দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ওলিম্পিয়াকোসের সান্তিয়াগো হেজের বিতর্কিত লাল কার্ড বার্সেলোনার কাজ অনেকটাই সহজ করে দেয়। এই ম্যাচে হ্যান্সি ফ্লিকের দলের হয়ে হ্যাটট্রিক করেন ২২ বছর বয়সি উঠতি তারকা ফেরমিন লোপেজ। এই প্রসঙ্গে বলা যায়, এই প্রথম স্পেনের কোনও ফুটবলার বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করলেন। এছাড়াও, এদিন বড় জয় পেয়েছে আর্সেনাল ও ইন্টার মিলান। অন্যদিকে, ম্যাঞ্চেস্টার সিটির হয়ে দুরন্ত রেকর্ড গড়েছেন আর্লিং হালান্ড। এদিনের ম্যাচে একটি গোল করেন তিনি।এর ফলে, টানা ১২ ম্যাচে সিটির হয়ে গোল করলেন হালান্ড।

Advertisement

Advertisement