দিওয়ালির পর দিনেই রাষ্ট্রপতি ভবনের পাশে আগুন আতঙ্ক। ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। আগুনের প্রকোপ খুব বেশি না হওয়ায় দ্রুতই আগুন নেভানো সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেটের কাছেই আগুন লাগায় রাইসিনা হিলসে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল।
মঙ্গলবার দুপুরে নর্মদা আবাসনের ১৯ নম্বর ফ্ল্যাটে আগুন লাগে বলে জানা যায়, তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতি ভবনের গেট পর্যন্ত। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দিল্লি পুলিশের তৎপরতায় মাত্র ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি। তবে রাষ্ট্রপতি ভবনের নিকটে এইভাবে আগুন লাগার ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
Advertisement
দিল্লিতে মাঝেমধ্যেই আগুন লাগার খবর আসে। রাজধানীর দূষণের মাত্রাও বাড়ছে উত্তোরত্তর। দুদিন আগেই আগুন লেগেছিল দিল্লির ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে, যা সংসদ ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত। সেবার দমকল পৌঁছতেও দেরি করেছিল। রাজধানীর এমন হাইপ্রোফাইল এলাকায় আগুন লাগার ঘটনায় নিরাপত্তা ও জরুরি পরিষেবার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে।
Advertisement
Advertisement



