ধনতেরাসের দিনটিতে রেকর্ড গড়ল চার চাকার বিক্রি। ২৪ ঘণ্টার মধ্যে গাড়ির কোম্পানিগুলি এক লক্ষ গাড়ির ডেলিভারি করে। একদিনে গাড়ি বিক্রির ইতিহাসে এটি একটি মাইলফলক বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, ধনতেরাসের দিন দেশজুড়ে ৮ হাজার ৫০০ কোটি থেকে ১০ হাজার কোটি টাকার মধ্যে গাড়ি বিক্রি হয়েছে।
ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট সাই গিরিধর জানিয়েছেন, ‘প্রথমবার দেশজুড়ে একদিনে ১ লক্ষেরও বেশি গাড়ি বিক্রি হয়েছে। এটি শুধুমাত্র ধনতেরাসের দিনের হিসেব নয়, নবরাত্রি হিসেবেও রেকর্ড বিক্রি। চলতি মরশুম গাড়ির কোম্পানিগুলির জন্য অন্যতম সেরা সিজন হতে চলেছে।’ সংবাদ সংস্থার কাছে তাঁদের দাবি, ছোট গাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে। ধনতেরাসের দিন ছোট গাড়ির বিক্রি বেড়ে যাওয়ায় একদিনে গাড়ি বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে চারচাকা গাড়ি।
জানা গিয়েছে, গত শনিবার দুপুর ১২ টা ১৮ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ৫১ পর্যন্ত ধনতেরাসের তিথি ছিল। এই সময়ের মধ্যেই ব্যাপক হারে গাড়ি বিক্রি হয়। দেশের বৃহত্তম যাত্রিবাহী গাড়ি উৎপাদনকারী সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়া চলতি বছরের ধনতেরাসে প্রথমবার একদিনের মধ্যে ৫০ হাজারের বেশি গাড়ির ডেলিভারি দিয়েছে।
Advertisement