• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নজির গড়ে তীরন্দাজি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন জ্যোতি সুরেখা

টানা পনেরোবার 'পারফেক্ট টেন' করে সহজেই ব্রোঞ্জ মেডেল জিতে নেন তিনি। এই প্রসঙ্গে বলা যায়, এটা ছিল, জ্যোতির তৃতীয় বিশ্বকাপ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দুরন্ত নজির গড়লেন তীরন্দাজ জ্যোতি সুরেখা ভেনম। বিশ্বকাপের মঞ্চে মহিলাদের কমপাউন্ড ইভেন্টে ক্রমতালিকায় দু’নম্বরে থাকা ব্রিটেনের এলা গিবসনকে সহজেই হারিয়ে ব্রোঞ্জ জিতলেন তিনি। এদিন ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন জ্যোতি। তাঁর দাপটে রীতিমতো চাপে পরে যান এলা। প্রায় একপেশে লড়াইয়ে ১৫০–১৪৫ স্কোরে সহজেই জিতে যান অন্ধ্রপ্রদেশের এই তীরন্দাজ। পাশাপাশি, ব্রোঞ্জ জেতার ম্যাচে দারুন এক নজিরও গড়লেন তিনি। এই ম্যাচে ১৫বার তীর চালিয়েছেন জ্যোতি, যার সবকটিই ছিল লক্ষ্যে স্থির। অর্থাৎ, প্রতিবারই ‘পারফেক্ট টেন’ করতে সক্ষম হয়েছেন ২৯ বছর বয়সী এই তীরন্দাজ।

এবারের টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন জ্যোতি। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালেক্সিস রুইজকে ১৪৩–১৪০ ফলাফলে হারিয়ে দেন তিনি। তবে, সেমিফাইনালে এসে ধাক্কা খায় জ্যোতির লড়াই। বিশ্বের একনম্বর তারকা মেক্সিকোর আন্দ্রেয়া বেসেরা’র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষপর্যন্ত হার স্বীকার করতে হয় তাঁকে। যদিও, তৃতীয় রাউন্ডের পরে ৮৭–৮৬ পয়েন্টে এগিয়ে ছিলেন জ্যোতি। কিন্তু, শেষ দুটি রাউন্ডে বেসেরা’র দুরন্ত লড়াইয়ের ফলে হারতে হয় তাঁকে।

Advertisement

তবে, শনিবার ব্রোঞ্জ জয়ের ম্যাচে শুরু থেকেই নিজের চেনা ছন্দে দেখা গেল জ্যোতিকে। তাঁর দুরন্ত লড়াইয়ের সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না ব্রিটেনের প্রতিপক্ষ। টানা পনেরোবার ‘পারফেক্ট টেন’ করে সহজেই ব্রোঞ্জ মেডেল জিতে নেন তিনি। এই প্রসঙ্গে বলা যায়, এটা ছিল, জ্যোতির তৃতীয় বিশ্বকাপ। যারমধ্যে, এই প্রথমবার মেডেল জিতলেন তিনি।

Advertisement

ভারত থেকে এই প্রতিযোগিতায় মহিলাদের কম্পাউন্ড বিভাগে জ্যোতি ছাড়াও অংশগ্রহণ করেছিলেন মধুরা ধামাঙ্গাঁওকর। যদিও, প্রথম রাউন্ডেই মেক্সিকোর মারিয়ানা বারনালের কাছে ১৪২–১৪৫ ফলে পরাস্ত হন তিনি। পুরুষদের বিভাগে একমাত্র ভারতীয় হিসেবে এখনও টিকে রয়েছেন ঋষভ যাদব। তাঁর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার কিম জং-হো।

Advertisement