• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হারিয়ে যাওয়া বাচ্চাকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

গয়েশপুর পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে নদিয়ার গয়েশপুরের ১৮ নম্বর ওয়ার্ডে একটি শিশুকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা।

পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই আমজনতার। কিন্তু যত দিন যাচ্ছে, পুলিশের মানবিক মুখ ধরা দিচ্ছে ক্যামেরায়। বস্ত্র দান, দুঃস্থদের বই বিতরণ, বিনামূল্যে চোখ পরীক্ষার পাশাপাশি নিখোঁজদের দায়িত্ব নিয়ে খুঁজে বের করে পরিবারের হাতে তুলে দিচ্ছে উর্দিধারীরা।
নদিয়ার গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসারদের এহেন উদ্যোগে খুশি আমজনতা। বয়স ১০ বছর। নাম মুস্তাকিন শেখ। বাড়ি বহরমপুর। ২ দিন আগে বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যায় ছোট মুস্তাকিন। হন্যে হয়ে খুঁজেও পাওয়া যায়নি তাকে। স্থানীয় থানায় ছেলের নিখোঁজের অভিযোগ জানান মুস্তাকিনের বাবা রহমান শেখ।

গয়েশপুর পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে নদিয়ার গয়েশপুরের ১৮ নম্বর ওয়ার্ডে একটি শিশুকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ গিয়ে মুস্তাকিনকে উদ্ধার করে। শনিবার মুস্তাকিনের পরিবার বহরমপুর থেকে গয়েশপুর ছুটে আসে। বাবা, মায়ের হাতে গয়েশপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় দাস মুস্তাকিনকে তুলে দেন। মুস্তাকিনের পরিবার জানিয়েছেন, ছেলেকে ফেরত পেয়ে খুব খুশি তাঁরা। গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ এবং গয়েশপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় দাসকে অসংখ্য ধন্যবাদ জানান তাঁরা। পুলিশের এই উদ্যোগে খুবই আনন্দিত রহমান সাহেব ও তাঁর স্ত্রী।

Advertisement

 

Advertisement

Advertisement