৫৪টা চেঞ্জের পরেও অ্যাডাল্ট সার্টিফিকেট! সেন্সর এবং অ্যানিম্যাল পারমিশনে দেরি হওয়ার জন্য পিছিয়েছে ছবি মুক্তি। গত জুলাই মাসে সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’। ছবি মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর ২০২৫।
লম্বা চেঞ্জ লিস্টের পরেও অ্যাডাল্ট সার্টিফিকেট সাম্প্রতিককালে বাংলা ছবির ক্ষেত্রে নজিরবিহীন। পরিচালক জয়ব্রতর কথায়, ‘মাত্র ৫৪টা পরিবর্তনে ছবির কোনো সমস্যাই হবে না। আমি আরো অনেক বেশি কাটস্ আর চেঞ্জের জন্যে প্রস্তুত ছিলাম।’ তাঁর হিসেবে সেন্সর বোর্ড যা যা সাজেস্ট করেছে, সব ক’টাই জাস্টিফায়েড।
Advertisement
কিন্তু হঠাৎ চিলড্রেনস ডে-তে অ্যাডাল্ট ছবি মুক্তির সিদ্ধান্ত কেন? ছবির সহ-প্রযোজক সৌম্য সরকার এবং সংকেত মিশ্র জানান, প্রতিবছরই শিশু দিবসে বাচ্চাদের জন্য ছবি মুক্তি পায়, এই বছর না হয় বড় হয়ে যাওয়া বাচ্চাদের জন্য একটা ছবি মুক্তি পাক।
Advertisement
ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন বন্ধুকে নিয়ে, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টভাবে, নিজেদের নিজস্ব পুঁজি দিয়ে চার বছর ধরে এই ছবিটি তৈরি করেছেন জয়ব্রত। বহুবার বন্ধ হয়ে গিয়েছে ছবির কাজ, আবার ফান্ড জোগাড় করে শুরু হয়েছে। মুখ্য ভূমিকায় রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, ঋষভ বসু, রাহুল অরুণোদয় ব্যানার্জি, অনুরাধা মুখার্জি, সুদীপ মুখার্জি, অমিত সাহা সহ আরো অনেকেই আছে এই ছবিতে।
পরিচালক জানান এটি একটি পাল্প অ্যাকশন থ্রিলার। বলা যেতে পারে প্রখ্যাত পরিচালক কুইন্টন ট্যারান্টিনোর প্রতি ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য। তবে অ্যাকশন থ্রিলার হলেও এই সিনেমায় অ্যাকশনের সঙ্গে কমেডির জনার ব্লেন্ড করা হয়েছে।
দখল বেদখল, বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার প্রেক্ষিতে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। পরতে পরতে টান টান উত্তেজনার পারদ বাড়ে নায়িকাদের উষ্ণ পরকীয়া, প্রতারণার রোমাঞ্চকর রসায়নেও। টলিপাড়ায় গুঞ্জন, এরকম একাধিক বিস্ফোরক সিন করার সাহসিকতার পরিচয় এর আগে বাংলা ছবির বাজারে খুব একটা দেখা যায়নি। দর্শক মুখিয়ে থাকবেন অন্য স্বাদের ছবি দেখতে।
সিনেমাটি শেষ করতে সাহায্য করেছেন সৌম্য সরকার এবং প্রমোদ ফিল্মসের কর্ণধার প্রতীক চক্রবর্তী। প্রতীকের কথায়, বাংলায় পাল্প অ্যাকশন কমেডি— এই ধরনের ছবি এর আগে খুব একটা হয়নি। কাজেই এই অন্য ধারার ছবি যাতে বাঙালি দর্শকদের কাছে পৌঁছতে পারে সেজন্যই ছবিটির সমর্থনে দাঁড়িয়েছি।
Advertisement



