• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

তৎপর পুলিশ, দুর্গাপুর কাণ্ডে গ্রেপ্তার পুরনিগমের অস্থায়ী কর্মী

দুর্গাপুর কাণ্ডের এবার আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, ধৃত দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দুর্গাপুর কাণ্ডের এবার আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, ধৃত দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মী। ওড়িশার ডাক্তারি ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। এদিকে ধৃত পুরনিগমের অস্থায়ী কর্মীকে সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। এখনও পর্যন্ত এক অভিযুক্তের খোঁজ মেলেনি। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। আজ, সোমবার দুর্গাপুরে যাচ্ছে ওড়িশার মহিলা কমিশনের সদস্যরা।

সূত্রের খবর, অভিযোগপত্রে মোট পাঁচ জনের নাম লিখেছিলেন তরুণী। তাঁদের মধ্যে চার জন ধরা পড়েছেন। তরুণীর বন্ধুকেও আপাতত আটক করে রেখেছে পুলিশ। দুর্গাপুরের ঘটনায় ধৃতদের সকলেরই ডিএনএ পরীক্ষা করা হবে। পুলিশ তার প্রস্তুতি নিচ্ছে। আজ দুর্গাপুর যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দোষীদের শাস্তির দাবিতে ধর্নায় বসবেন। হাসপাতালে গিয়ে দেখা করবেন অভিযোগকারিণী এবং তাঁর বাবা-মায়ের সঙ্গে।

Advertisement

Advertisement

Advertisement