গাড়ি থেকে হাওয়ালার দেড় কোটি টাকা লুটের অভিযোগে মধ্যপ্রদেশের সিওনি জেলার এসডিওপি-সহ ১০ জনকে সাসপেন্ড করা হল। ওই গাড়িটি মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্রে যাচ্ছিল। তল্লাশিকারী পুলিশ আধিকারিকেরা সেই নগদ টাকা বাজেয়াপ্ত করার বদলে চালককে মারধর করে তা লুট করে নেন বলে অভিযোগ।
সূত্রের খবর, বুধবার রাতে সিলাদেহি জঙ্গলের রাস্তায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় ওই গাড়িটিকে থামান তারা। মধ্যপ্রদেশের কাটনি থেকে মহারাষ্ট্রের জালনায় যাচ্ছিল গাড়িটি। গাড়িটির ভিতর বিপুল পরিমাণ নগদ ছিল। অভিযোগ, পুলিশ আধিকারিকেরা গাড়ির চালককে মেরে সেই টাকা লুট করে নেন।
Advertisement
টাকা লুটের ঘটনা গোপন রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তল্লাশি অভিযান নিয়ে কিছুই জানাননি পুলিশকর্মীরা। কিন্তু ব্যবসায়ী নিজেই কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে আসেন। তখনই গোটা ঘটনা ফাঁস হয়ে যায়।
Advertisement
এরপর জবলপুর পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজি) প্রমোদ বর্মা তদন্তের নির্দেশ দেন। জবলপুরের অতিরিক্ত পুলিশ সুপার আয়ুশ গুপ্ত তদন্ত শুরু করেন। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। ওই গাড়ির চালকের সঙ্গেও কথা বলেন তিনি। এর পরেই মধ্যপ্রদেশ পুলিশের ডিজি (ডিরেক্টর জেনারেল) কৈলাস মাকওয়ানা এসডিওপি পূজা পাণ্ডে, ৬ জন কনস্টেবল, দু’জন হেড কনস্টেবল এবং এসআই অর্পিত বৈরামকে সাসপেন্ড করেন।
Advertisement



