সাংবাদিক সুধীর চৌধুরীর নামে ছড়ানো ভুয়ো কনটেন্ট ও ডিপফেক ভিডিও অবিলম্বে সরানোর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ, এই সমস্ত এআই-নির্ভর ভুয়ো উপাদান যেন কোনও অনলাইন প্ল্যাটফর্মে আর দৃশ্যমান না থাকে।
আদালতের এই অন্তর্বর্তী নির্দেশ আসে সুধীর চৌধুরীর করা এক মামলার প্রেক্ষিতে। ওই সাংবাদিক আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, তাঁর নাম, মুখচ্ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে একাধিক ভুয়ো ভিডিও ও বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, এই সব কনটেন্ট তাঁর তৈরি নয়। অথচ এর মাধ্যমে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
Advertisement
চৌধুরী আদালতের কাছে আবেদন জানান, তাঁর ব্যক্তিগত সত্তার অধিকার— অর্থাৎ নাম, ছবি, কণ্ঠ ও পরিচয়ের অবৈধ ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হোক। সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তাঁর আবেদন গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
Advertisement
আদালতের পর্যবেক্ষণ, ‘এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার ব্যক্তির সম্মান ও গোপনীয়তার উপর সরাসরি আঘাত হানছে। এই ধরনের মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং ব্যক্তির অধিকার লঙ্ঘন করে।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক জনপ্রিয় ব্যক্তির নামেও এমন ভুয়ো এআই-তৈরি কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। আদালতের এই রায় সেই প্রবণতার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Advertisement



