• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ত্রিপুরায় আমার ওপরও হামলা চালিয়েছিল বিজেপি: অভিষেক

নিজের তিক্ত অতীত-অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই ঘটনা ত্রিপুরা বিজেপির প্রতিশোধমূলক মানসিকতার বহিঃপ্রকাশ।

ত্রিপুরায় দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ক্ষোভ বাড়ছে তৃণমূলে। সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। ব্যতিক্রম হলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরায় ঘটনাটি ঘটেছে। ওই রাতেই ট্যুইট করে প্রতিবাদে সরব হয়েছেন অভিষেক।

নিজের তিক্ত অতীত-অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই ঘটনা ত্রিপুরা বিজেপির প্রতিশোধমূলক মানসিকতার বহিঃপ্রকাশ। তবে তৃণমূলের কার্যালয়ে হামলা প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘বাংলায় ব্যালট বক্সে তৃণমূলকে হারাতে পারেনি বিজেপি। তাই যেখানে তারা ক্ষমতায়, সেখানে হিংসা ছড়াচ্ছে! ত্রিপুরা পুলিশের চোখের সামনে ত্রিপুরায় ওরা আমাদের দফতর ভাঙচুর করেছে। এই ঘটনায় তারা প্রতিশোধমূলক ও আইন-শৃঙ্খলাবিহীন মানসিকতারই পরিচয় দিয়েছে।’ এরপরই সাংসদ অভিষেক লিখেছেন, ‘এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।’

Advertisement

অতীত স্মরণ করে অভিষেক আরও লিখেছেন, ‘কেবল ত্রিপুরাতেই আমাদের নেতাকর্মীরা বারংবার হামলার শিকার হয়েছেন। ২০২১ সালেও ত্রিপুরায় আমার কনভয়ে বিজেপির ভাড়াটে গুন্ডারা ভাঙচুর চালিয়েছিল! বিজেপি-রাজ্যে আইনশৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখানো হয়, অথচ অবিজেপি-রাজ্যে সেই দলের নেতৃত্বরাই আইনের জ্ঞান দেন’— কটাক্ষ অভিষেকের। তাঁর কথায়, ‘বিজেপি গণতন্ত্রের বিষয়ে কথা বলে, তবুও তাঁদের কর্মকাণ্ডই নীতিমালার স্পষ্ট লঙ্ঘন করছে!’ তাঁর সাফ বার্তা, ‘ভয় দেখানো, হিংসা এবং প্রতিহিংসা কখনই আমাদের চুপ করতে পারবে না। গণতন্ত্র, আইন এবং জনগণের রায় সর্বদা বিজেপির নৃশংস রাজনীতির উপর জয়লাভ করবে।’

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার রাতেই তিনি এক্স পোস্টে জানিয়েছিলেন, এই গুরুতর আক্রমণের প্রেক্ষিতে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল বুধবার ত্রিপুরা সফর করবে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করতে।

Advertisement