• facebook
  • twitter
Friday, 5 December, 2025

একদিনে সোনার দাম বেড়েছে আড়াই হাজার টাকা

প্রতি কেজি বিশুদ্ধ রুপোর দাম কিলোগ্রাম প্রতি ১ লক্ষ ৫০ হাজার ১৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৮০০ টাকা। একইভাবে রুপোর খুচরো মূল্যও বেড়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

লাফিয়ে বাড়ছে হলুদ ধাতুর বাজারদর। পশ্চিমবঙ্গ বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, মঙ্গলবারের তুলনায় বুধবার ১০ গ্রাম সোনার দাম বেড়েছে প্রায় আড়াই হাজার টাকা।

৭ অক্টোবর, মঙ্গলবার যেখানে ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম বিশুদ্ধ সোনার দাম ছিল ১ লক্ষ ১৯ হাজার ৯৫০ টাকা, সেখানে ৮ অক্টোবর, বুধবার বাজার বন্ধকালীন সময়ে ঘোষিত তালিকা অনুযায়ী, সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ৪৫০ টাকায়। একইভাবে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার খুচরো দামও ১ লক্ষ ২০ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৫০ টাকা।

Advertisement

আবার ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার দামও এদিন বৃদ্ধি পেয়েছে যথেষ্ট। গত ২৪ ঘন্টায় প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৭ হাজার টাকা, যা আগের দিনে ছিল ১ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে প্রতি দশ গ্রামে ২ হাজার ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

Advertisement

একইভাবে রুপোর ক্ষেত্রেও দাম সামান্য উর্ধগতি লক্ষ্য করা গিয়েছে। প্রতি কেজি বিশুদ্ধ রুপোর দাম কিলোগ্রাম প্রতি ১ লক্ষ ৫০ হাজার ১৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৮০০ টাকা। একইভাবে রুপোর খুচরো মূল্যও বেড়েছে। আগের দিন প্রতি কেজি খুচরো রুপোর মূল্য ছিল ১ লক্ষ ৫৩ হাজার ৯০০ টাকা, যা আগের দিনে ছিল ১ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকা।

পশ্চিমবঙ্গ বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার সামান্য পতনের প্রভাবেই কলকাতায় সোনারূপার বাজারে এই উত্থান। এছাড়া উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়ায় দাম আরও কিছুটা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement