ভোটার তালিকা সংশোধন ও প্রকাশ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনকে। আদালত জানতে চেয়েছে, খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকার মধ্যে প্রকৃত পার্থক্য কোথায় এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার সময় এ পার্থক্যের প্রভাব কী।
এসআইআর হলো ভোটার তালিকা আপডেটের একটি বিশেষ উদ্যোগ, যেখানে কমিশন জরুরি ভিত্তিতে ভোটার তালিকা যাচাই ও সংশোধন করে থাকে। এই প্রক্রিয়ায় প্রথমে খসড়া তালিকা প্রকাশ করা হয়, যাতে নাগরিকরা নিজেদের নাম, ঠিকানা ও পরিচয় যাচাই করতে পারেন। তারপর মতামত বা আপত্তি জানার সময় শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
Advertisement
সুপ্রিম কোর্টের প্রশ্নের মধ্যে রয়েছে—খসড়া তালিকা প্রকাশের সময়কাল, নাগরিকদের অভিযোগ দাখিলের সুযোগ, এবং চূড়ান্ত তালিকা তৈরি করার প্রক্রিয়ার স্বচ্ছতা। আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে, যাতে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত হয়।
Advertisement
এই মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে সাত দিনের মধ্যে। রাজনৈতিক ও আইনি বিশ্লেষকদের মতে, এই মামলাটি ভোটার তালিকার প্রক্রিয়া ও নির্বাচনের স্বচ্ছতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশ করতে পারে।
Advertisement



