• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অভিষেক এখন সবার নজরে

এবারের এশিয়া কাপে সবচেয়ে সফল ক্রিকেটার হলেন অভিষেক শর্মা। সাত ম্যাচে তিনি ৩৯৪ রান করে সবার নজর কেড়ে নিয়েছেন।

এশিয়া কাপ জয়ী ভারতীয় দল চলতি মাসেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে পাঁচটি টোয়েন্টি সিরিজ খেলবে। খুব সম্ভবত অধিনায়ক শুভমন গিলকে বিশ্রাম দেওয়া হতে পারে। অধিনায়ক হতে পারেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলে জায়গা পেতে পারেন অভিষেক শর্মা ও যশস্বী জয়সওয়াল। এই দুই ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে ওপেন করতে পারেন। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই শ্রেয়স আইয়ারকে দলে রাখার সম্ভাবনা উজ্জ্বল।

এদিকে এশিয়া কাপে সবচেয়ে সফল ক্রিকেটার অভিষেক শর্মা। সাত ম্যাচে তিনি ৩৯৪ রান করে সবার নজর কেড়ে নিয়েছেন। দেশে ফিরে আসার পরে খোশ মেজাজ রয়েছেন অভিষেক। এমন কী তাঁকে ভাংড়া নাচতে দেখা গেল। অভিষেকের সঙ্গী ছিলেন তাঁর গুরু যুবরাজ সিং।
আসলে অভিষেকের দিদির বিয়ে ছিল। সেই উৎসবে মনের আনন্দে পাঞ্জাবি গানের সঙ্গে কিছুক্ষণ নাচে মেতে ছিলেন। অভিষেকের সঙ্গে কখনও বাবার সঙ্গে নাচলেন। আবার কখনও যুবরাজের সঙ্গে না হয় দিদির সঙ্গে নাচতে কোনও দ্বিধা প্রকাশ করেননি অভিষেক। দিদি কোমল বলেন, ভাই অভিষেকের এশিয়া কাপ জেতাটা আমার কাছে বড় উপহার।

Advertisement

আর এই অনুষ্ঠানের মাঝে অভিষেক শর্মা জানতে পারেন তিনি নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা পেতে পারেন। এই খবরে তিনি খুশি এবং আনন্দিত।

Advertisement

Advertisement