ষষ্ঠী আর সপ্তমীতে স্বস্তির আবহাওয়া থাকলেও নবমী থেকেই রাজ্যে ফের শুরু হল বৃষ্টি। মঙ্গলবার রাত থেকে আকাশের মুখ ভার ছিল। বুধবারে দুপুর গড়াতেই কলকাতা-সহ আশপাশের এলাকায় নামল প্রবল বৃষ্টি। ফলে নবমীর আনন্দে ভাটা পড়লেও আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নবমীর দিন কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
Advertisement
আবহাওয়াবিদদের মতে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। নবমীর বিকেল নাগাদ সেটি নিম্নচাপের আকার নিতে পারে। তার জেরেই আগামী দু-তিন দিন বৃষ্টি চলবে।
Advertisement
বিশেষত দশমীর দিন, অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার ও শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর শুরুর দিনগুলোয় স্বস্তি দিলেও শেষের দিকে নিজের ‘ফর্ম’-এ ফিরছে বৃষ্টি।
উত্তরবঙ্গেও একই ছবি। নবমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিছুটা বাড়লেও দশমীতে দার্জিলিং-সহ পাঁচ পাহাড়ি জেলায় দুর্যোগের আশঙ্কা প্রবল। একাদশী ও দ্বাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামতে পারে মালদহ ও দুই দিনাজপুর জেলাতেও। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
ফলে পুজোয় মণ্ডপে ভিড় জমলেও শেষের কয়েকটা দিন বৃষ্টিতেই ভিজবে— এমনটাই স্পষ্ট করে দিয়েছে আবহাওয়া দপ্তর।
Advertisement



