উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বায়োপিককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব শনিবার কটাক্ষ করে বলেন, ‘ভারতের ইতিহাসে প্রথম যে সরকার সিনেমা হলে পড়ল, সেটি হল যোগীর সরকার।’
অখিলেশের বক্তব্য, রাজ্যের সাধারণ মানুষ প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় সমস্যা, কর্মসংস্থান নিয়ে সংকট ও উন্নয়ন-সংক্রান্ত নানা প্রশ্নে জর্জরিত। সেই সময়ে মুখ্যমন্ত্রীর বায়োপিক বানিয়ে প্রচারের আলো কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তাঁর দাবি, মানুষ এসব দেখে বুঝে ফেলেছে আসল সমস্যাগুলো আড়াল করার চেষ্টা চলছে।
Advertisement
সমাজবাদী পার্টি প্রধান আরও বলেন, ‘জনগণ আসলেই হতাশ। বেকারত্ব বাড়ছে, আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে। আর এসব থেকে নজর ঘোরাতেই সিনেমার গল্প সাজানো হচ্ছে।’ তিনি ইঙ্গিত দেন, রাজনীতিতে টিকে থাকতে এখন সিনেমার ওপর ভরসা করতে হচ্ছে যোগীর সরকারকে।
Advertisement
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কেন্দ্র করে নির্মিত ওই বায়োপিককে ঘিরে বিজেপির তরফে প্রচারে জোর দেওয়া হয়েছে। তবে বিরোধীরা মনে করছে, এটি নিছকই নির্বাচনী প্রচারের কৌশল।
Advertisement



