• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মুম্বই বিমানবন্দরে বিমানের ল্যাভাটরিতে ধূমপান, যুবক আটক

সূত্রের খবর, বিমানের উড়ান চলাকালীন হঠাৎ ল্যাভাটরি থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানকর্মীরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আকাশপথে যাত্রার মাঝেই চরম গাফিলতি। ফুকেত-মুম্বই বিমানের ল্যাভাটরিতে সিগারেট জ্বালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন এক যুবক। শুক্রবার রাতে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তাঁকে আটক করে মুম্বই বিমানবন্দর পুলিশ। ধৃতের নাম ভব্য গৌতম জৈন (২৫)। তিনি দক্ষিণ মুম্বইয়ের নেপিয়েনসি রোডের বাসিন্দা।

সূত্রের খবর, বিমানের উড়ান চলাকালীন হঠাৎ ল্যাভাটরি থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানকর্মীরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন। পরে বিমান অবতরণ করলে ভব্যকে হেফাজতে নেওয়া হয়।

Advertisement

ভারতের বিমান আইন অনুযায়ী, কোনও যাত্রীবাহী বিমানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম অমান্য করায় ভব্যের বিরুদ্ধে বিমান আইন অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ।

Advertisement

অভিযোগের পর যাত্রীদের মধ্যে আতঙ্ক কাটলেও, বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরও কঠোর নজরদারি চালানো হবে।

Advertisement