• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

আরজি করে অনিকেতের পোস্টিং নিয়ে আদালতে মামলা স্বাস্থ্য ভবনের

গত ২৪ সেপ্টেম্বর মামলার রায় দেন বিচারপতি। রাজ্যের কোনও কথার তোয়াক্কা না করেই বিচারপতি অনিকেতের পোস্টিং নিয়ে রায় ঘোষণা করেন।

ফাইল চিত্র

আরজি কর আন্দোলনের অন্যতম এক আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং মামলা নিয়ে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ স্বাস্থ্য দপ্তর। রায়গঞ্জে অনিকেতের পোস্টিং হবে বলে জানানো হয়েছিল।

পোস্টিং নিয়েই আদালতের দ্বারস্থ হন অনিকেত। করা হয় মামলা। গত ২৪ সেপ্টেম্বর আদালতে মামলাটির শুনানি ছিল। সিঙ্গেল বেঞ্চের তরফে বিচারপতি বিশ্বজিৎ বসুর রায় রায়গঞ্জে নয়, আরজি করেই পোস্টিং হবে অনিকেতের। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে মামলা রাজ্য স্বাস্থ্য ভবনের।

Advertisement

চিকিৎসক অনিকেতের অভিযোগ ছিল র‌্যাঙ্ক থাকার পরেও আরজি করে পোস্টিং হয়নি তাঁর। কাউন্সিলিংয়ের সময় চিকিৎসকদের পছন্দমতো পোস্টিং জেনে নেওয়া হয়। কিন্তু কাউন্সিলিংয়ের পরেও যদি তা না করা হয়, তাহলে কাউন্সিলিং করার মানেটা কী? এই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন অনিকেত।

Advertisement

অনিকেতের সঙ্গে আরও দুজন চিকিৎসক ও আরজি কর আন্দোলনের মুখ দেবাশিষ ও আসফাকুল্লাকে পছন্দমাফিক পোস্টিং দেওয়া হয়নি। তাঁদের পক্ষ থেকেও হাইকোর্টে মামলা দায়ের করা হয়। মামলাটি ওঠে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।

গত ২৪ সেপ্টেম্বর মামলার রায় দেন বিচারপতি। রাজ্যের কোনও কথার তোয়াক্কা না করেই বিচারপতি অনিকেতের পোস্টিং নিয়ে রায় ঘোষণা করেন। তিনি বলেন, রায়গঞ্জে পোস্টিং হবে না অনিকেতের। তাঁকে আরজি কর মেডিক্যালেই কাজ করতে দিতে হবে। আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে মামলা করা হল স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে।

Advertisement