• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোর সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে সতর্ক করল পুলিশ

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার কোনও দরকার নেই। কোথাও ঘুরতে গেলে পরিচিত প্রতিবেশী ও প্রয়োজনে পুলিশকে জানিয়ে যেতে বলেছেন তিনি।

প্রতীকী চিত্র

দুর্গাপুজোর সময় অনেক পরিবারই ছুটিতে রাজ্যের বাইরে ঘুরতে চলে যান। রাত জেগে ঠাকুর দেখতেও যান পরিবাবের সকলে মিলে। সেই সুযোগে একাধিক বাড়িতে চুরি ডাকাতির মতো ঘটনা ঘটে। এই সব ঘটনা এড়াতে পুজোয় ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া থেকে বিরত থাকতে বলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, পুজোর সময় পরিবারের সদস্যদের নিয়ে কোথাও গেলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দরকার নেই। প্রয়োজনে বাড়ি খালি রেখে বেরোলে পুলিশকে জানিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আশ্বাস দিয়েছেন, চুরি ডাকাতি এড়াতে পুলিশের তরফে নজরদারি চালানো হবে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে কে, কখন, কোথায় রয়েছেন তা সহজেই জেনে নেওয়া যায়। কারণ মানুষ নিজের জীবনের সব মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে পছন্দ করেন। বিশেষ করে পুজোর সময় পরিবারের সদস্য, বন্ধুবান্ধবদের সঙ্গে কাটানো সময় সকলের সঙ্গে ভাগ করে নিতে চান সকলেই। সেই ছবি দেখে দুষ্কৃতীরা জানতে পেরে যান, কে কোথায় রয়েছেন। তারপরই তাঁদের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। সেই বিষয়ে সতর্ক করে দিয়ে পুলিশ সুপার পরামর্শ দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার কোনও দরকার নেই। কোথাও ঘুরতে গেলে পরিচিত প্রতিবেশী ও প্রয়োজনে পুলিশকে জানিয়ে যেতে বলেছেন তিনি।
পুলিশ সুপার জানিয়েছেন, প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে। তারা এলাকায় নজরদারি চালাবে। বাড়ি থেকে বেরোনোর আগে যেন মানুষ লোকাল থানায় খবর দিয়ে তারপর যান। তথ্য থাকলে লোকাল থানার তরফে বাড়ি বাড়ি পেট্রোলিং করা হবে। দিঘা, মন্দারমণি, তাজপুরের পাশাপাশি বিভিন্ন রাস্তা ও জল পথে বিশেষ নজর থাকবে পুলিশের। রাস্তায় থাকবেন মহিলা উইনার্স বাহিনী ও অতিরিক্ত মহিলা পুলিশও। বিভিন্ন অলিগলিতে বাইক, মোবাইল গাড়ি নিয়ে নজরদারির পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালাবে জেলা পুলিশ।

Advertisement

Advertisement