ফিলিপিন্সে বিধ্বংসী টাইফুনের তাণ্ডব। উত্তর ফিলিপিন্সের পানুইটান দ্বীপে আছড়ে পড়ল টাইফুন ‘রাগাসা’। টাইফুন আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। হংকং, তাইওয়ান এবং চিনে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপিন্সের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার উত্তর কাগায়ন প্রদেশের পানুইটান দ্বীপে আছড়ে পড়ে রাগাসা।
মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ফিলিপিন্সের বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জেও আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই বিধ্বংসী ঝড়ের। ফিলিপিন্সে এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘নান্দো’। ল্যান্ডফলের সময় টাইফুনের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬৭ কিলোমিটার, যা ক্যাটাগরি-৫ হ্যারিকেন ঝড়ের সমতুল্য।
Advertisement
ফিলিপিন্স থেকে ঝড়টি ক্রমশ হংকং, ম্যাকাও এবং চিনের গুয়াংদং প্রদেশের দিকে এগোবে বলে খবর। টাইফুনের সম্ভাব্য গতিপথ থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঝড়ে ফলে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।
Advertisement
হংকং থেকে হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্বে রাগাসা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘণ্টায় প্রায় ২৩ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হবে। ঝড়টি ফিলিপিন্সের মূল ভূখণ্ডে না ঢুকলে ইতিমধ্যেই ফিলিপিন্সের একাধিক জায়গায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৩১৫ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। উত্তর লুজনে বন্যা এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতেও।
কোথাও কোথাও মোট বৃষ্টিপাতের পরিমাণ ৪০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। রাগাসা-র তাণ্ডবে সমুদ্র থাকবে উত্তাল। ১০ ফুটেরও বেশি উচ্চতার বিশাল ঢেউ বাতানেস এবং বাবুইয়ান দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসতে পারে। তাইওয়ান, দক্ষিণ চিন এবং ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলগুলিতেও জারি হয়েছে সতর্কতা।
Advertisement



