• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

স্কুলের ঘরে যৌন হেনস্থা, গ্রেপ্তার প্রধান শিক্ষক

সেই সময় প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানিয়েছে ছাত্রীরা। তাঁর কীর্তি সর্বত্র ছড়িয়ে পড়ার পর তাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

প্রতীকী চিত্র।

স্কুলের ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। বিচারক তাঁর সাতদিন জেল হেফাজতের সাজা দিয়েছেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার ওই স্কুলের প্রধান শিক্ষক নিজের ঘরে চারজন ছাত্রীকে ডেকে পাঠিয়েছিলেন। অভিযোগ, ছাত্রীরা তাঁর ঘরে যাওয়ার পর তাদের যৌন হেনস্তা করা হয়। সেই সময় প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানিয়েছে ছাত্রীরা। তাঁর কীর্তি সর্বত্র ছড়িয়ে পড়ার পর তাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জানানো হয়। বৃহস্পতিবারই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ওই শিক্ষককে আদালতে তুললে বিচারক তাঁকে সাতদিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement