বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে এগোচ্ছে ভারত। ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড. ভি. অনন্ত নাগেশ্বরণ জানান, এবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। বর্তমানে মাথাপিছু আয় ২,৬০০ মার্কিন ডলার। মোট আয়ের ৬০ শতাংশই আসছে সাধারণ মানুষের খরচ থেকে, যা অর্থনীতির জন্য একটি ভালো দিক। বৃহস্পতিবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
এদিনের অনুষ্ঠানে ড. নাগেশ্বরণ জানান, শিল্প খাত ভালো ফল করছে। তবে জিডিপি-তে উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতের অবদান ১৮ শতাংশেই স্থির রয়েছে। মূল্য সূচকের কারণে এর শেয়ার কিছুটা কমলেও, প্রতিযোগিতামূলক সুবিধা কাজে লাগিয়ে এই খাতের বৃদ্ধি বাড়ানো প্রয়োজন। আমেরিকার শুল্ক প্রসঙ্গে ড. নাগেশ্বরণ বলেন, ৫০ শতাংশ শুল্ক আরোপ অপ্রত্যাশিত ছিল। তার ব্যক্তিগত মতামত অনুযায়ী, ৩০ নভেম্বরের পর এই শাস্তিমূলক শুল্ক আর থাকবে না এবং সমস্যার সমাধান হয়ে যাবে।তিনি আরও জানান, ভারত এখন একটি উন্মুক্ত অর্থনীতি। দেশের রপ্তানি বর্তমানে ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
Advertisement
চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই ) এসেছে, যা বেড়ে ১০০ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে। চিনের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত নির্ভরতা কমাতে বেসরকারি খাতের সরবরাহ শৃঙ্খলকে বহুমুখী করতে হবে। তিনি আরও বলেন, ঋণ ব্যবহারের ক্ষেত্রে ভারত চিনের চেয়ে বেশি কার্যকরী। কারণ চিন এখন ঋণের বোঝা নিয়ে ভুগছে।
Advertisement
Advertisement



