জমিতে কাজ করার সময় পূর্ব বর্ধমানের জামালপুরে এক চাষির মৃত্যু হলো। ওই ব্যক্তির নাম হাফিজুল মল্লিক। মাঠ নসিপুর গ্রামের বাসিন্দা হাফিজুল মল্লিক দুপুরে তাঁর নিজের লঙ্কার জমিতে ওষুধ দিতে যান। সেই সময় আকাশ জুড়ে কালো মেঘ ও প্রবল বৃষ্টি শুরু হয়। বাজ পড়তে শুরু করে। আর বাজ পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।
মাঠ নসিপুরের বাসিন্দারা জানান, হাফিজুল মল্লিক খুব গরিব পরিবারের। তিনি অপরের জমিতে ভাগ চাষি হিসাবে চাষ করে তাঁর জীবন জীবিকা নির্বাহ করেন। ঘরে স্ত্রী ও দুই কন্যা সন্তান বর্তমান। এক মেয়ে ক্লাস সিক্সে পড়ে, আরেক মেয়ে ক্লাস টুয়ে পড়ে। দুপুরে তিনি তাঁর নিজের ঠিকে চাষ করা লঙ্কা জমিতে ওষুধ দিতে যান সেই সময় বৃষ্টি আর বাজ পড়া শুরু হয় আর সেই বজ্রপাতে মৃত্যু হয় তাঁর। মাঠ নসিবপুর এলাকাবাসীরা মাঠ থেকে হাফিজুল মল্লিককে উদ্ধার করে জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
Advertisement
Advertisement



