• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিসিসিআইয়ের সভাপতি পদের দৌড়ে সৌরভ

অমিত শাহের বাড়িতে বোর্ডের জরুরি বৈঠক

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতারা হাত বাড়ালেন। আগামী ২২ সেপ্টেম্বর সভাপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে আর কয়েক ঘণ্টার মধ্যেই চিহ্নিত হয়ে যাবে এবারে এই পদে কে আসতে চলেছেন। আর এই সিদ্ধান্ত নিতে চলেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার তাঁর বাড়িতে বৈঠক বসতে চলেছে সভাপতি নির্বাচন নিয়ে। আর বিদেশ থেকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ উড়ে আসছেন এই বৈঠকে অংশ নেওয়ার জন্য। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বোর্ডের সভাপতি পদে সৌরভ গাঙ্গুলি হয়তো আবাস বসতে চলেছেন।

এই বৈঠকের মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেটের মসনদে কে বসবেন, তা পরিষ্কার হয়ে যাবে। এই পদের জন্য অপর প্রতিদ্বন্দ্বী হলেন পাঞ্জাব ক্রিকেট বোর্ডের হরভজন সিং। সৌরভের নাম উঠে আসাতে কিছুটা পিছিয়ে পড়েছেন হরভজন। সেই সঙ্গে আরও একটি নাম সবার মুখে মুখে ঘুরছে। তিনি হলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা রঘুরাম ভাট। আবার রাজীব শুক্লার নামটাও কোনও কোনও সময় ভেসে উঠছে। রজার বিনি সরে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কাজ করে চলেছেন সহসভাপতি রাজীব শুক্লা। এই পরিস্থিতিতে বোর্ডের সভাপতি হিসেবে পছন্দের তালিকায় কোন নামটা গুরুত্ব পাবে, সেই বিষয়ে বেসরকারিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক ডেকেছেন নিজের বাড়িতে। কিন্তু এখন প্রশ্ন হল, এই বৈঠকে সিএবি’র পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলি আদৌ যাবেন কিনা। আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে সভাপতি হিসেবে কার নামের উপরে সিলমোহর পড়বে, তারই অপেক্ষা।

Advertisement

এদিকে আগামী ২২ সেপ্টেম্বর কলকাতায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বার্ষিক সাধারণ সভা রয়েছে। সভাপতি পদে সৌরভ গাঙ্গুলি আবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে অন্য কোনও ক্রিকেট কর্মকর্তা মনোনয়নপত্র জমা দেননি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হতে চলেছেন। তবে বার্ষিক সাধারণ সভায় সিলমোহর পড়বে। সৌরভ গাঙ্গুলির মনোনীত প্যানেলে যে সমস্ত প্রার্থীর নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধেও কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। তাঁরাও বিনা লড়াইয়ে নির্বাচিত হবেন। তবে সিএবি’র অ্যাপেক্স কমিটিতে ফুটবল পরিবারের বেশ কয়েকজন প্রতিনিধি রয়েছেন।

Advertisement

আবার একই পরিবারে দু’জন এই কমিটিতে জায়গা পেয়েছেন। মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বসুর স্ত্রী নীলাঞ্জনা বসু যেমন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তেমনই আবার ভাই সৌমিক বসুও এই কমিটিতে জায়গা করে নিতে পেরেছেন।

Advertisement