কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা দপ্তর (ডিএফএস) জানাল, আগামী ৩০ সেপ্টেম্বরই শেষ তারিখ। ওই তারিখের মধ্যে জাতীয় পেনশন প্রকল্পে (এনপিএস) থাকা যোগ্য কর্মী ও অবসরপ্রাপ্তরা চাইলে বদল করে যেতে পারবেন একীভূত পেনশন প্রকল্প ইউপিএস-এ। সময়সীমা পেরিয়ে গেলে আর এই সুযোগ পাওয়া যাবে না।
বৃহস্পতিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীরা নির্ধারিত সময়ের অনেক আগেই বিকল্প বেছে নিলে তাঁদের আবেদনের দ্রুত নিষ্পত্তি করা হবে। নির্দিষ্ট সময়সীমার পর আর এনপিএস থেকে ইউপিএসে আসার সুযোগ থাকবে না।
Advertisement
উল্লেখ্য, গত আগস্টে কেন্দ্র একবারের জন্য এনপিএস থেকে ইউপিএসে বদলের ব্যবস্থা চালু করে। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ইউপিএসে যেতে পারবেন। তবে শর্ত রয়েছে, যাঁরা ইউপিএসে যাবেন, তাঁরা চাইলে একবারই ফের এনপিএসে ফিরতে পারবেন। কিন্তু তার পরে আর ইউপিএসে ফেরার সুযোগ পাবেন না।
Advertisement
এই বদলের নিয়মাবলিতে বলা হয়েছে, পেনশন স্কিম বদল করতে হলে অবসরের অন্তত এক বছর আগে এবং স্বেচ্ছা অবসরের তিন মাস আগে আবেদন করতে হবে। তবে শাস্তিমূলক বরখাস্ত, বাধ্যতামূলক অবসর বা চলমান শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত মামলার ক্ষেত্রে এই সুযোগ মিলবে না।নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন না করলে তিনি ডিফল্ট হিসেবে ইউপিএসের আওতায় থাকবেন।
কর্মচারী সংগঠনগুলির একাংশ বলছে, একদিকে এই সুযোগ বহু কর্মীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছে, অন্যদিকে কড়া সময়সীমা অনেকের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সময়সীমা আরও কিছুটা বাড়ানোর দাবিও উঠেছে।
অর্থনীতিবিদদের মতে, ইউপিএস তুলনামূলক বেশি নিরাপত্তা দেয় বলে কর্মীরা তাতে ঝুঁকছেন। তবে এর ফলে কেন্দ্রের রাজস্বের উপর বাড়তি চাপ তৈরি হবে।
Advertisement



