আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার ১৪টি অঞ্চলের অসহায় মানুষদের বিধায়কের পক্ষ থেকে উপহার হিসাবে নতুন বস্ত্র তুলে দেওয়া হল, যে পোশাক ও বস্ত্র খোদ মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। এদিন ১৪টি অঞ্চলের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিদের হাতে বস্ত্র ও পোশাক তুলে দেওয়া হয়। এর পর প্রত্যেকে নিজের নিজের অঞ্চলে বিধায়কের পক্ষ থেকে এই উপহার তুলে দেবেন সংশ্লিষ্ট এলাকার মানুষদের হাতে।
জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে এই উপহার বিতরণে বিধায়ক অলোক কুমার মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা।
Advertisement
বিধায়ক বলেন, প্রতিবছর ঈদ ও দুর্গা পুজোর আগে বিধায়কের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদের হাতে প্রীতি উপহার হিসাবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। মূলত বাচ্চাদের পোশাক, ধুতি, লুঙ্গি, মহিলাদের শাড়ি দেওয়া হলো। আনুমানিক ১৫০০ জনের হাতে এই উপহার তুলে দেওয়া হবে।
Advertisement
ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল দিকে নজর। প্রতি বছর ঈদ ও দুর্গা পুজোর আগে বিধায়কদের মারফত সাধারণ অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করেন। এই বছরও জামালপুর বিধানসভার ১৪টি অঞ্চলের জন্য এই উপহার বিধায়ক অলোক কুমার মাঝির মারফত পাঠিয়ে দিয়েছেন।
Advertisement



