আগামী শুক্রবার এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ লিগের খেলায় সূর্যকুমার যাদবদের নামতে হচ্ছে ওমানের বিরুদ্ধে। গত ম্যাচে সংযুক্ত আমিরশাহির কাছে ওমান হেরে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। তবুও ওমানের ক্রিকেটাররা চাইছেন ভারতের বিরুদ্ধে লড়াইয়ে কীভাবে চাপ সৃষ্টি করা যায়। কিন্তু ভারতীয় দলের খেলোয়াড়রা অত্যন্ত সতর্ক। কেউই হালকা চালে ম্যাচটা নিতে চাইছেন না। তাঁরা প্রত্যেকেই জানেন অনেক সময় পচা শামুকে পা কেটে যায়। অবশ্য ইতিমধ্যেই ভারতীয় দল শেষ চারে পৌঁছে গিয়েছে। হয়তো সেই অর্থে কোনও ভয়ের কারণ নেই ভারতীয় শিবিরে। তবুও পরপর তিনটি ম্যাচ জিততে ভারতীয় ব্রিগেড তৈরি রয়েছে। সেই কারণেই অনুশীলনে ভারতের কোনও ক্রিকেটার হালকা চালে খেলতে রাজি হননি।
দেখা গিয়েছে, বোলাররা যেমন অত্যন্ত সিরিয়াস, তেমনই ব্যাটসম্যানরাও গায়ের ঘাম ঝরিয়েছেন অনুশীলনে। ভারতীয় দলে তরুণ ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্স প্রকাশ করার জন্য তৈরি রয়েছেন। তাই ওমানের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ম্যাচটা নিজেদের হাতের মুঠোর মধ্যে নিতে চাইছেন ভারতীয় ক্রিকেটাররা। ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছেন, অভিষেক শর্মা থেকে শুরু করে বরুণ চক্রবর্তীরা। প্রথম সাক্ষাৎকারে খুব সহজ জয় তুলে নিয়েছিল ভারত। সংযুক্ত আরব আমিরশাহিকে একেবারে কোণঠাসা করে দিয়ে ১০০ রানের নীচে বন্দি করে দিয়েছিল। আবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে যতই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনাকে উড়িয়ে দিয়ে ভারত জয়ের হাসি হেসেছিল। ওই ম্যাচেও বলতে দ্বিধা নেই, ভারতকে চাপের মধ্যে পড়তেই হয়নি।
Advertisement
বুধবার এখানকার আইসিসি অ্যাকাডেমির ওভাল ১ ও ওভাল ২-এ ভারত ও পাকিস্তান অনুশীলন করে। দুই দলই সন্ধ্যার পরে অনুশীলনের জন্য মাঠে নেমেছিল। আবার মাঠে নামার আগে দুই দলের ড্রেসিং রুমের মাঝখানে একটা পার্টিশন দিয়ে দেওয়া হয়েছিল, যাতে দুই দলের ক্রিকেটাররা একে অপরের মুখ দেখতে না পান। ভারতের অনুশীলন শেষ হওয়ার পর পাকিস্তানের খেলোয়াড়রা অনুশীলন মাঠের পাশ দিয়ে বেরিয়ে যান। দু’দলের মধ্যে যে ব্যবধান তা স্পষ্ট বোঝা গিয়েছে। অনুশীলনের সময় দুই দেশের কোনও ক্রিকেটাররা আগ্রহ প্রকাশ করেননি। দেখা গেল পাকিস্তানের ক্রিকেটাররা বেশ কিছুক্ষণ ফুটবল খেলছেন। আর তাঁরা পাসিং ফুটবল খেলে বেশ কিছুটা সময় অতিবাহিত করলেন। তারই মাঝে আবরার আহমেদ বেশ কয়েকটি বাইসাইকেল কিক মেরে চমকে দিয়েছেন। তারপরেই তিনি রোনাল্ডোর মতো উচ্ছ্বাস প্রকাশ করেন।
Advertisement
তবে দু’দলের অনুশীলনে একটা খোলা বাতাস অতিবাহিত করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অনেকেই বলছেন, সুপার-৪-এ খেলতে নামার আগে দু’দলের অনুশীলন দেখতে পাওয়া গেল পাশাপাশি মাঠে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচে বৃহস্পতিবার খেলতে নামার আগে পাকিস্তান যে হুমকি দিয়েছিল, তা থেকে তারা সরে এসেছে। তবে ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রপ্টকে নিয়ে যে জায়গায় অবস্থান করছিলেন, সেই জায়গাতেই অনড় রয়েছেন তাঁরা। প্রথমে ওই ম্যাচ রেফারিকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন। এবার নতুন দাবি নিয়ে আইসিসি’কে চিঠি দিল পাকিস্তান। সেই চিঠিতে পাকিস্তানের কোনও খেলায় কোনওভাবেই ওই ম্যাচ রেফারিকে যেন না রাখা হয়। শোনা গেছে, তিনি পাকিস্তান ও আরব আমিরশাহি ম্যাচে থাকছেন না।
Advertisement



