অবৈধ কল সেন্টার খুলে আমেরিকার নাগরিকদের প্রতারণার অভিযোগের তদন্তে নেমে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার গভীর রাতে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১০জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। প্রতারকদের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, চক্রের নেতৃত্বে ছিলেন জাওয়েদ খান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে সাইবার থানায় এক মার্কিন নাগরিকের পক্ষ থেকে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তদন্তে জানা যায়, কলকাতার বিভিন্ন ফ্ল্যাটে অফিস খুলে ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল একটি চক্র। প্রতারকরা নিজেদের পেপ্যালের মতো আন্তর্জাতিক সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিতেন। ভিওআইপি কলের মাধ্যমে আমেরিকার নাগরিকদের ফোন করা হত। টেক সাপোর্ট বা রিফান্ডের নাম করে মিথ্যা আশ্বাস দিয়ে টার্গেটদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন অভিযুক্তরা।
Advertisement
এই ঘটনার তদন্তে নেমে এন্টালির দুটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে মূল অভিযুক্ত সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ফ্ল্যাটগুলিই ছিল প্রতারণার আস্তানা। ফ্ল্যাটগুলি থেকে বাজেয়াপ্ত করা হয় নগদ ১০ লক্ষ ১৫ হাজার টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনার গয়না, ১০টি দামি হাতঘড়ি, ১০টি মোবাইল ফোন। পাশাপাশি ৮টি ল্যাপটপ, দু’টি বিলাসবহুল গাড়ি (স্কোডা স্লাভিয়া ও মাহিন্দ্রা এক্সইউভি ৭০০) ও তিনটি হিসাবের খাতাও বাজেয়াপ্ত করা হয়েছে। দুটি গাড়িই মূল অভিযুক্ত জাওয়েদ খানের নামে নথিভুক্ত রয়েছে।
Advertisement
Advertisement



